উলুবেড়িয়া: অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও বিগত কয়েক বছরে অনেকটাই বেড়ে গিয়েছে সড়ক দুর্ঘটনাক (Road Accident) পরিমাণ। গতিময় জীবনের ছন্দ কাটছে প্রায়ই। এবার মুম্বই রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া (Uluberia) জোড়া কলতলার কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত তিন যুবকের নাম শেখ মমতাজুল (২৫), শেখ বাবর আলি(২৪), শেখ সরিফুল (২৩)। সকলেরই বাড়ি উলবেড়িয়া নিমদিঘিতে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তিন বন্ধু মিলে নিমদিঘী থেকে মুম্বাই রোড ধরে পাঁচলার দিকে যাচ্ছিলেন। কিন্তু, কারও মাথাতেই ছিল না হেলমেট। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেখানে যান নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশের তরফে রাখা ছিল কিছু লোহার গার্ডরেল।
নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের মধ্যে ধাক্কা মারে বাইক। রাস্তার উপর ছিটকে পড়েন তিনজন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। তিন যুবককেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশে। মাসখানেক আগে ওই একই জায়গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা-মেয়ের। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উড়ালপুলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধও করেন। পরে পুলিশ যান নিয়ন্ত্রণের জন্য রাস্তার মধ্যে বেশকিছু গার্ডেল রাখে। ওই জায়গায় গাড়ির গতি কম করার জন্যই বসানো হয়েছিল গার্ডরেলগুলিকে। স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় কোনও আলো নেই। ফলে সন্ধ্যা হলে দূর থেকে গার্ডরেলগুলিকে দেখা যায় না। এদিনও সে কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তবে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানোর পরেও হেলমেট না পরে বাইক চালানোর জেরে কেউ কেউ কাঠগড়ায় তুলেছেন ওই যুবকদেরও।
এমনকী সন্ধ্যার পর ওই জায়গায় কোনও ট্রাফিক পুলিশও থাকে না বলে অভিযোগ। এসবের জেরেই ওই এলাকা দুর্ঘটনাপ্রবন হয়ে উঠেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তিন যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।