উলুবেড়িয়া: রাতে বিয়ে সেরে আত্মীয়রা ফিরছিলেন বাড়িতে। জাতীয় সড়ক ধরে অটো ছুটছিল হু হু করে। মাঝ রাস্তায় হঠাৎই হাত দেখিয়ে লিফট চাইছিলেন কয়েকজন। চালক গাড়ি থামাতে রাজি ছিলেন না। তবে যাত্রীরা ভাবছিলেন, কোনও ভাবে হয়তো কেউ বিপদে পড়তে পারেন। অটো থামাতেই হুড়মুড়িয়ে অটোতে উঠে যায় কয়েকজন যুবক। অটোতে থাকা বিয়ে বাড়ির ফেরত মহিলা যাত্রীদের গায়ে তখন গয়না ভর্তি।
বিয়ে বাড়ির গাড়ি আটকে ছিনতাই মুম্বাই রোডে। বুধবার গভীর রাতে উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ায় বিয়ে বাড়ি সেরে দুটো অটোতে যাত্রীরা ফিরছিলেন। সেখানেই তাঁদের পথ আটকায় ছিনতাইকারীরা । অটোতে থাকা বেশ কয়েকটি মহিলার কাছ থেকে সোনার গয়না ও মোবাইল ছিনতাই করে বলে অভিযোগ। একটি গাড়িকে ভাঙচুর করা হয়।
বাধা দিতে গেলে আক্রান্ত হন বেশ কয়েকজন মহিলা ও পুরুষ। তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চলে এসে তাঁদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা চলে যায়। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসা করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।