Bally: জয় করেও ফিরলেন না! কাঞ্চনজঙ্ঘার কোলে নেতিয়ে পড়লেন বালির দেবব্রত

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 29, 2024 | 1:57 PM

Howrah Bally: পরিবার সূত্রে খবর, মৃতের নাম দেবব্রত বর(৪৬)। তিনি বালির সমবায়পল্লীর বাসিন্দা। গত ১৭ মে বাড়ি থেকে তিনি বের হন ট্রেকিংয়ের জন্য। দেবব্রতবাবু ছাড়াও আরও এগারো জন ছিল সেই দলে। মৃতের পরিবার জানিয়েছে, গত ১৯ মে শেষবার ভিডিয়ো কলে কথা হয় পরিবারের সঙ্গে।

Bally: জয় করেও ফিরলেন না! কাঞ্চনজঙ্ঘার কোলে নেতিয়ে পড়লেন বালির দেবব্রত
ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হাওড়ার বাসিন্দা দেবব্রত বরের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালি: পাহাড় ছিল ধ্যান-জ্ঞান। পাহাড়ই ছিল সব। সেই পাহাড়েই ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল হাওড়ার বালির এক প্রৌঢ়ের। জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। গন্তব্যে পৌঁছেছিলেন। তবে আর সঙ্গ দেয়নি শরীর। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। আর তারপরই মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম দেবব্রত বর(৪৬)। তিনি বালির সমবায়পল্লীর বাসিন্দা। গত ১৭ মে বাড়ি থেকে তিনি বের হন ট্রেকিংয়ের জন্য। দেবব্রতবাবু ছাড়াও আরও এগারো জন ছিল সেই দলে। মৃতের পরিবার জানিয়েছে, গত ১৯ মে শেষবার ভিডিয়ো কলে কথা হয় পরিবারের সঙ্গে। এরপর উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। ফলত, আর যোগাযোগ হয়নি।

জানা গিয়েছে, গত ২৫ মে নির্দৃষ্ট গন্তব্যেও পৌঁছেও যান তিনি। তবে কাঞ্জনজঙ্ঘার উচ্চতা স্পর্শ করার পর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে শরীর। চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনা হয় নিচে। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর। এ দিকে, মৃত্যুর খবর বাড়িতে আসতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা যাচ্ছে, দেবব্রতবাবুর পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা ও স্ত্রী ছেলে ও মেয়ে।

Next Article