মমতার সভায় ষাঁড়ের প্রবেশ, তারপর যা ঘটল হাড়ে হাড়ে টের পেল পুলিশ

সৈকত দাস | Edited By: সুমন মহাপাত্র

Apr 03, 2021 | 8:15 PM

শনিবার বিকেলে হাওড়ায় মমতার (Mamata Banerjee) র‍্যালি তখন জমজমাট। সেই র‍্যালিতে ঢুকে পড়া সেই ষাঁড় বাবাজীকে বাগে আনতে ঘাম ছুটল পুলিশ কর্মীদের।

মমতার সভায় ষাঁড়ের প্রবেশ, তারপর যা ঘটল হাড়ে হাড়ে টের পেল পুলিশ
নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: সামনে তৃতীয় দফার ভোট। শনিবার একইদিনে মোদী বনাম মমতার সভায় নজর রাজনৈতিক মহলের। সেই দিনে হুলুস্থুল ফেলে দিল একটি ষাঁড়! মমতার র‍্যালিতে ঢুকে পড়া সেই ষাঁড় বাবাজীকে বাগে আনতে ঘাম ছুটল পুলিশ কর্মীদের।

শনিবার বিকেলে হাওড়ায় মমতার র‍্যালির তখন জমজমাট। মানুষের উন্মাদনার মধ্যেই ওনার প্রবেশ। আর তার পরেই কিছুক্ষণের জন্য তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। হাওড়া মধ্য এবং শিবপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে হুইলচেয়ারেই মমতা বন্দ্যোপাধ্যায় র‍্যালি করছিলেন। কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত তৃণমূলনেত্রীর র‍্যালি হয়। সালকিয়ায় সেই র‍্যালি শেষের কিছু আগেই এই ষাঁড় ঢুকে পড়ায় চরম বিশৃঙ্খলা শুরু হয়। সামনের দোকান থেকে র‍্যালিতে উপস্থিত জনতার উদ্দেশে ছুটে যায় সেই ষাঁড়।

এদিকে এই ষাঁড় বাবাজিকে বাগে আনতে নাজেহাল হতে হয় পুলিশকে। সিং নেড়ে সে তেড়ে যায় সকলের দিকে। যেন যাকে পাবি তাকে ছোঁ খেলা চলছে। লোকজন যে যার মতো দৌড়চ্ছে। এদিকে বলা হয় লাল রং দেখলে নাকি আরও ক্ষেপে যায় ষাঁড়।

আরও পড়ুন: স্কুল ছাত্রীদের দিয়ে র‍্যালি তৃনমূলের! পদ্মের অভিযোগে ‘চোখের ডাক্তার’ দাওয়াই জোড়াফুল নেতার 

কিন্তু সালকিয়ায় দেখা গেল, লাল জামা পরা কয়েকজন ষাঁড়টিকে ভাগানোর চেষ্টা করছেন। তাতে হল হীতে বিপরীত। সিং উঁচিয়ে সেই ষাঁড় বাবাজি তেড়ে যায় সবার দিকে। ইতুউতি ছোটাছুটির পর, ষাঁড় বাগিয়ে এর ওর দিকে ছুটে যাওয়া এই ষাঁড়কে শেষ পর্যন্ত অবশ্য বহু কষ্টে বাগে আনা যায়। তার পর স্বস্তি ফেরে র‍্যালিতে।

Next Article