হাওড়া: বিজেপি (BJP)- র টিকিটে ডোমজুড় থেকে প্রার্থী হলে পদত্যাগী বিধায়ক ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) কে হারিয়ে দুরমুশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল (TMC) শিবির। মঙ্গলবার সেই কেন্দ্র থেকেই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে রাজীবের পাল্টা চ্যালেঞ্জ, তৃণমূলের রাজনৈতিক সৌজন্যতার অভাব ঘটেছে। এবারও জিতবেন তিনিই।
তৃণমূল বিজেপিতে যোগ দেওয়ার পরই অবশ্য রাজীব জানিয়েছিলেন একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) তিনি ফের ডোমজুড় কেন্দ্র থেকেই প্রার্থী হতে চান। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জেতা রাজীববাবু ফের সংখ্যালঘু অধ্যুষিত ওই কেন্দ্র থেকে প্রার্থী হবেন কি না তা নিয়ে কৌতুহল ছিল অনেকের। তাঁকে রেকর্ড ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। শেষমেষ মঙ্গলবার রাজীববাবু ডোমজুড় কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন।
এদিন মনোনয়ন জমা দিয়ে জেলাশাসকের কার্যালয় থেকে বেরিয়ে রাজীববাবু বলেন, “ডোমজুড়ের মানুষ আমার কাছে পরিবারের মতো। গত ১০ বছরে ডোমজুড়ের মানুষের জন্য আমি কী করেছি, না করেছি তা তাঁরা জানেন। মানুষের পাশে সুখ–দুঃখে সবসময় ছিলাম। আগামিদিনেও থাকব।” বলেন জয়ের ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। এরপর পুরনো দলকে নিশানা করে তাঁর কটাক্ষ, তৃণমূল দল তাদের রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। মানুষ ভোটেই এর জবাব দেবে।
গত ২৬ জানুয়ারি ডোমজুড়ের সলপ বটতলায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজীব। তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন ডোমজুড় থেকেই লড়াই করবেন তিনি। প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায় তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার ডোমজুড়ের সেই সলপ বটতলাতে মিছিল করে হাওড়া জেলাশাসকের কার্যালয় আসেন তিনি। তার আগে এদিন সকালে ডোমজুড়ের পঞ্চানন্দ মন্দির পুজো দেন রাজীব।
আরও পড়ুন: ‘আমার রাজনৈতিক ভবিষৎ খারাপ করার জন্য চেষ্টা করছেন’, বিস্ফোরক ইঙ্গিত শুভেন্দুর
এবারের ভোটযুদ্ধে যে কয়েকটি বিধানসভায় বিশেষ নজর থাকছে রাজনৈতিক মহলের তার মধ্যে একটি হল ডোমজুড়। শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এই প্রেক্ষিতে তৃণমূল ডোমজুড়ের লড়াইকে তাদের ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবেই দেখছে। সেখানে তারা প্রার্থী করেছে রাজীববাবুরই একসময়ের সতীর্থ তথা তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কল্যাণ ঘোষকে। সবমিলিয়ে ডোমজুড় কেন্দ্রের টানটান ভোটযুদ্ধ এখন থেকেই রাজনৈতিক মহলের নজরে।