হাওড়া: পুলিশ ফাঁড়ির ভিতর থেকেই পুলিশ কনস্টেবলের দেহ উদ্ধারের অভিযোগ উঠল। সোমবার বেলুড় পুলিশ ফাঁড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে ওই কনস্টেবলের দেহ পাওয়া যায় বলে অভিযোগ। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার (Belur) পুলিশ। জানা গিয়েছে, নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম সনাতন ঘোষ (৫৩)। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ছিলেন তিনি। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কর্মসূত্রেই তিনি বেলুড়ের পুলিশ ফাঁড়ির ব্যারাকে থাকতেন। সেখানে তাঁর সঙ্গে আরও দু’জন থাকতেন। তাঁদের মধ্যে একজন সম্প্রতি পোস্টিং হয়ে বর্ধমানে চলে যান।
অন্যজন ঘটনার সময় ঘরে ছিলেন না। পুলিশ সূত্রে খবর, সে সময় ব্যারাকে একাই ছিলেন সনাতন। গত কয়েকদিন ধরে বেলুড় ফাঁড়ির সংস্কার চলছে। এদিন মিস্ত্রিরা কাজ করতে এসে দেখেন, ব্যারাকের ওই ঘরের দরজা বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করা হলেও কারও সাড়া মেলেনি বলে অভিযোগ। এরপরই খবর দেওয়া হয় বেলুড় থানায়।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মাটিতে পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা সনাতনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, এর আগেও দু’বার তাঁর স্ট্রোক হয়েছিল। সোমবার দুপুরে ডিউটি ছিল। এরইমধ্যে এই ঘটনার খবর সামনে আসে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত নেমেছে বেলুড় থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে পুলিশ।