Money Recover: আবার হাওড়া স্টেশনে টাকার পাহাড়ের খোঁজ, ৫০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়লেন যুবক

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Mar 12, 2023 | 7:09 PM

Howrah: এই টাকার উৎসও জানতে চায় পুলিশ। তবে ওই যুবক কোনও সদুত্তর দিতে পারেনি। দেখাতে পারেনি কোনও বৈধ কাগজপত্রও।

Money Recover: আবার হাওড়া স্টেশনে টাকার পাহাড়ের খোঁজ, ৫০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়লেন যুবক
ধৃত যুবক ও উদ্ধার হওয়া টাকা।

Follow Us

হাওড়া: আবারও বিপুল টাকা উদ্ধার। আবারও হাওড়া স্টেশন। রবিবার স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে রেলপুলিশ। তাতেই সন্দেহ হয়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই যুবকের পিঠে একটি নীল ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। থরে থরে সাজানো টাকা। এরপরই পুলিশ জানতে চায় এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি। এই টাকার উৎসও জানতে চায় পুলিশ। তবে ওই যুবক কোনও সদুত্তর দিতে পারেনি। দেখাতে পারেনি কোনও বৈধ কাগজপত্রও। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা সমস্ত টাকা বাজেয়াপ্তও করা হয়।

আটক হওয়া যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। ৩৩ বছর বয়স। বাড়ি রাজস্থানের বিকানেরে। আরপিএফের পক্ষ থেকে সমস্ত টাকা ও ওই যুবককে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর তারাই নিয়ম মেনে তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এর আগে গত মাসে হাওড়া স্টেশন থেকে নগদ প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আরপিএফ রুটিং চেকিং করছিলেন সেদিন। সেদিনও সেই ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকেই উদ্ধার হয়েছিল টাকা।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল টাকার উৎস জানার চেষ্টা করা হবে বলে রেল পুলিশ সূত্রে খবর। ওল্ড কমপ্লেক্সের একাধিক প্ল্যাটফর্ম থেকে ভিন রাজ্যের ট্রেন ছাড়ে নিয়মিত। বহু মানুষের যাতায়াত। এত টাকা নিয়ে রাজস্থানের ওই যুবক কোথায় যাচ্ছিলেন, কোন উদ্দেশে ঘোরাঘুরি হাওড়া স্টেশনে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Next Article