শিবপুর: একের পর এক দুর্ঘটনার (Accident) খবর সামনে এসেছে সারাদিন। ফের হাওড়া(Howrah) থেকে এল মৃত্যুর খবর। বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু এক রোগীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরের ফরসোর রোডে। পুলিশ ইতিমধ্যে বাইকটিকে আটক করেছে। দুর্ঘটনার পরে পলাতক দুই বাইক আরোহী।
সূত্রের খবর, মৃতের নাম সোমা নাহা (৫৬)। তিনি উত্তর হাওড়ার মুরগিরহাটা এলাকার বাসিন্দা। আজ বিকেল চারটে নাগাদ সোমা দেবী তাঁর ছেলের সঙ্গে টোটোতে চেপে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ডে ডায়ালিসিস করতে যাচ্ছিলেন। টোটোটি শিবপুরের ফরসোর রোডের কাছে লেন পরিবর্তন করছিল। ঠিক সেই সময় ঘটে যায় অঘটন। অভিযোগ, উল্টো দিক থেকে বেপরোয়া একটি বাইক এসে ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থানে উল্টে যায় টোটোটি। রাস্তায় ছিটকে গিয়ে পড়েন ওই সোমাদেবী তাঁর ছেলে এবং টোটো চালক। টোটোটি পাল্টি খেয়ে ওই মহিলার উপরে পড়ে যায়।
ঘটনাস্থানেই গুরুতর জখম হন তিনি। তাঁকে জৈন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরই বাইক ফেলে চম্পট দেয় ওই দুই বাইক আরোহী। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলে খবর মিলেছে।
শিবপুর থানার (Shibpur Police) পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ। আরোহীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
মৃতের ছেলে সৌরভ নাহা জানান, “মাস খানেক ধরেই মায়ের ডায়ালোসিস চলছে। আজও মাকে নিয়ে ডায়ালসিস করাতে বেরিয়েছিলাম। টোটোটা যখন ফরসোর রোডের কাছে ঘুরতে যায় সেই সময় একটা বাইক এসে ধাক্কা মারে। টোটোর ড্রাইভার, আমি, আর মা ছিটকে মাটিতে পড়ে যাই। আর টোটোটা উল্টে মায়ের কোমরের নীচে গিয়ে পড়ে। ওইখানেই শেষ মা। পরে জৈন হাসপাতালে নিয়ে এলে ওরা অনেক চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি।”
এদিকে, কলকাতায় গাড়ির ধাক্বায় মৃত্যু হল এক পথচারীর। পরপর ৭ জনকে ধাক্কা মারে একটি গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। ভয়াবহ দুর্ঘটনাটি (Accidnet) ঘটেছে চিংড়িঘাটায় (Chingrighata)। বাকি ৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এ দিন চিংড়িঘাটার বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন। সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। সেই গাড়িটি আচমকা ধাক্কা দেয় পথচারীদের। আহত হন সাত জন। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে পুলিশকর্মীরা। দ্রুত সাত জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা আহত। তাঁদের চিকিৎসাধীন চলছে।