এই ৯ মুখ একুশের নির্বাচনের হিসেব বদলে দিতে পারে
ঋদ্ধীশ দত্ত |
Dec 04, 2020 | 4:38 PM
দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। এই লড়াইয়ে একদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হারা ম্যাচ জিতিয়ে আনার ক্ষমতা রাখেন তিনি। অপর দিকে, বিজেপি ভোটে লড়বে নরেন্দ্র মোদীকে মুখ করেই।
1 / 10
TV9 বাংলা ডিজিটাল: একুশের ভোট যেন বিশ্বকাপের ফাইনাল! প্রথম বঙ্গ জয়ের স্বাদ পাওয়ার মরিয়া চেষ্টা বিজেপির। আর তৃণমূলের লড়াই, সেই স্বাদ অব্য়াহত রাখা। এই মুহূর্তে এই দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। এই লড়াইয়ে একদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হারা ম্যাচ জিতিয়ে আনার ক্ষমতা রাখেন তিনি। অপর দিকে, বিজেপি ভোটে লড়বে নরেন্দ্র মোদীকে মুখ করেই। আপাতত সেটুকুই জানিয়েছেন দিলীপ ঘোষরা। মোটামুটি এঁরাই আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখ্য চরিত্র। মমতা-মোদী যদি এই নির্বাচনের অন্যতম চরিত্র হয়ে থাকেন, বাকি চরিত্ররা কিন্তু কাল্পনিক নন। পিঞ্চ হিটারের মতো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন তাঁরা। তাঁদের জনপ্রিয়তা এ বঙ্গে কম কিছু নয়। টানা এক দশক ক্ষমতায় থাকা দরুন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনমোহনী ভাবমূর্তি কিছুটা ধাক্কা খেয়েছে, তেমনই মোদীর সেই ঝড়ও এখন অনেকটাই ফিকে। সে দিক থেকে এ সব চরিত্র একুশের নির্বাচনে তুরুপের তাস হবে বলে রাজনৈকি পর্যবেক্ষকদের মত। এক নজরে দেখে নেওয়া যাক, কাদের কলকাঠিতে উলট-পালট হতে বঙ্গে একুশের ভোট!
2 / 10
আগামিকালই দিল্লি যাচ্ছেন শুভেন্দু,
3 / 10
ফাইল ছবি
4 / 10
ফাইল ছবি
5 / 10
এই মুহূর্তে হটকেক 'ভাইপো রাজনীতি'। 'ভাইপো' আসলে কে? তৃণমূল হুঁশিয়ারি দিয়ে জানতে চাইলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই (Avishek Banerjee) ইঙ্গিত করা হয়, এ কথা সর্বজনবিদিত। ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পাশাপাশি তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। দলের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে তাঁকে ঘিরে। প্রকাশ্যে কেউ না বললেও, তৃণমূলে যুব বনাম মাদারের মধ্যে গোষ্ঠী কন্দোল বারবার সামনে এসেছে। শুভেন্দুর দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণ, অনেকে অভিষেককে কাঠগড়ায় দাঁড় করান। এই পরিস্থিতিতে, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বেঁধে অভিষেক কী ধামাকা দেখান, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে রাজ্যবাসী।
6 / 10
ফাইল ছবি
7 / 10
বিজেপিতে যোগ দিয়েছেন দু'বছর হল। তথাপি আজ পর্যন্ত বড় কোনও রাজনৈতিক মঞ্চ, বা কর্মসূচিতে অংশ নেননি তিনি। মাঝে মধ্যেই শোনা যায়, ‘এবার সক্রিয় হবেন শোভন’ (Sovan Chatterjee)। কিন্তু পরক্ষণেই আবার গোলপার্কের ফ্ল্যাটে বসেই সময় কাটাতে দেখা যায় তাঁকে। ২০১৯ লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে। পুর নির্বাচন এবং একুশের বিধানসভা ভোটকে মাথায় রেখে শোভনের উপর অনেকটাই নির্ভর করছে গেরুয়া শিবির। প্রাক্তন মেয়র তথা 'জল-শোভন' ভোটের আগে সক্রিয় হলে কলকাতায় অন্তত হালে পানি পেতে পারে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের দুশ্চিন্তা যে বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
8 / 10
উনিশের লোকসভায় জঙ্গলমহলে রীতিমতো ধস নেমেছিল তৃণমূলের ভোটবাক্সে। 'কাকতলীয়'ভাবে, তার কয়েকমাস পরই মুক্তি পেয়েছেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা। পেয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্দরে গুরুত্বপূর্ণ পদও। বিরোধীদের যদিও দাবি, হারানো জমি পুনরুদ্ধার করতেই ছত্রধরকে (Chatradhar Mahato) বাইরে এনেছেন মমতা। সেই যুক্তি তর্কসাপেক্ষ হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে ছত্রধর মাহাতো ফ্যাক্টর যে বিরাট ভূমিকা নেবে, তা নিয়ে কোনও সন্দেহ থাকার কারণ নেই। তর্কেরও অবকাশ নেই।
9 / 10
ফাইল ছবি
10 / 10
ছবি-সংগৃহীত