TV9 বাংলা ডিজিটাল: নারকীয়, সমাজ ঠিক কোথায় নেমে দাঁড়িয়েছে, তা ঠাওর করতে পারছেন না জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের বাসিন্দারা। স্তম্ভিত তাঁরা। সঙ্গে মনে ঘৃণার পাহাড়। এই এলাকাতেই নিজের নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নিগ্রহ (sexual harassment ) করেছে বাবা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
পেশায় ঔষধ ব্যবসায়ী ওই ব্যক্তি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে থাকেন। অভিযোগ, শনিবার স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েকে যৌন নিগ্রহ করেন তিনি। তাঁর আচরণ নিয়ে বরাবরই সন্দেহ ছিল প্রতিবেশীদের। নাবালিকা মেয়ের ওপর যে তার কুদৃষ্টি ছিল, তা তাঁরা আঁচ করতে পেরেছিলেন। নাবালিকার মাকেও একাধিকবার সচেতনও করেছিলেন তাঁরা। কিন্তু তাতে বিশেষ আমল দেননি তিনি। শনিবার ঘটনার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
আরও পড়ুন: ঘন কুয়াশায় চোখে পড়েনি টোটো, পাশ কাটাতে গিয়ে উল্টে গেল লরি
বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বানারহাট থানার পুলিস রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। মানসিকভাবে ভেঙে পড়েছেন নাবালিকার মা। আর লজ্জায়, ঘৃণায় গুমরে গিয়েছে নাবালিকা মেয়েটি। অভিযুক্ত স্বামীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী।