উলেনের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ করে জেলা আদালতে পুলিস, আগামিকাল শুনানি

সুমন মহাপাত্র |

Dec 10, 2020 | 6:27 PM

সরকার পক্ষের সওয়াল, মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তিন জন চিকিৎসকের উপস্থিতিতে ভিডিয়োগ্রাফি করে ময়নাতদন্ত করার যে নির্দেশ দিয়েছেন, তা প্রথমবারের ময়নাতদন্তের ক্ষেত্রেও করা হয়েছে। তাহলে কেন ফের ময়নাতদন্ত হবে উলেন রায়ের দেহের!

উলেনের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ করে জেলা আদালতে পুলিস, আগামিকাল শুনানি
ছবি- নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: উলেন রায়ের (Ulen Roy) দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে জেলা আদালতে গেল পুলিস। মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে উলেনের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আবেদন করে তাঁর পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে সোমবার রাতে, অর্থাৎ বিজেপির উত্তরকন্যা অভিযানের রাতেই ময়নাতদন্ত করেছে পুলিস।

উলেনের পরিবারের তরফে করা দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন মঞ্জুর করে আদালত। বিচারক নির্দেশ দেন, তিনজন চিকিৎসকের দল তৈরি করে ভিডিয়োগ্রাফি করতে হবে ময়নাতদন্তের।

কিন্তু বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার পক্ষ থেকে সরকারি আইনজীবী জেলা আদালতে পূর্ববর্তী রায়ের পুনর্বিবেচনা করার আবেদন জানান। সরকার পক্ষের সওয়াল, মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তিন জন চিকিৎসকের উপস্থিতিতে ভিডিয়োগ্রাফি করে ময়নাতদন্ত করার যে নির্দেশ দিয়েছেন, তা প্রথমবারের ময়নাতদন্তের ক্ষেত্রেও করা হয়েছে। তাহলে কেন ফের ময়নাতদন্ত হবে উলেন রায়ের দেহের! তবে আদালত আজ পুরাতন সিদ্ধান্ত বহাল রেখেই আগামিকাল শুনানির নির্দেশ দিয়েছে।

সরকারি আইনজীবীর এই সওয়ালের বিরোধিতা করেছেন উলেনের আইনজীবী। অন্যদিকে জেলা বিজেপি নেতা বাপি গোস্বামী সরকারি আইনজীবীর এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, “আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত প্রত্যাহার করলে, আমরা তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাব।”

আরও পড়ুন: নাড্ডার সভাস্থলের অদূরেই এবার তৃণমূলের ওপর পাল্টা ‘হামলা’ বিজেপির

সোমবার বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানের সময় মৃত্যু হয় বিজেপি কর্মী উলেনের। রাজ্য পুলিসের দাবি, মিছিল বা জমায়েতে থাকা কোনও ব্যক্তির শটগানের গুলিতে উলেনের মৃত্যু হয়েছে। পুলিসের দাবি তারা শটগান ব্যবহার করে না। যদিও বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়়িয়ে পড়ে যেখানে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর হাতে পাম্প অ্যাকশন গান দেখা যায়।

Next Article