Saraswati puja: ২১ ফুটের সরস্বতী পুজো করে তাক লাগাল ধূপগুড়ি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 26, 2023 | 4:46 PM

Dhupguri: ধূপগুড়ি মিলনী ময়দান। সেখানে বৃহস্পতিবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পতাকা উত্তোলনের পর জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরের প্রেস ক্লাবের কনফারেন্স হলে সরস্বতী পুজো করা হয়।

Saraswati puja: ২১ ফুটের সরস্বতী পুজো করে তাক লাগাল ধূপগুড়ি
ধূপগুড়িতে পুজো (নিজস্ব চিত্র)

Follow Us

ধূপগুড়ি: আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। পাশাপাশি আজ সরস্বতী পুজোও। জেলায়-জেলায় পালিত হচ্ছে পুজো। বাদ পড়েনি জলপাইগুড়ির ধূপগুড়ি। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন। পরে সরস্বতী ২১ ফুটের সরস্বতী প্রতিমা পুজো হল ধূপগুড়িতে।

ধূপগুড়ি মিলনী ময়দান। সেখানে বৃহস্পতিবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পতাকা উত্তোলনের পর জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরের প্রেস ক্লাবের কনফারেন্স হলে সরস্বতী পুজো করা হয়। এরপর মিলনী ময়দানে কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। দুপুরের পর মিলনী ময়দানের সুদৃশ্য মঞ্চে শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। যে মঞ্চেই রয়েছে সুবিশাল সরস্বতী প্রতিমা। যা ধূপগুড়িবাসী থেকে শুরু করে ডুয়ার্সবাসীর নজর কেড়েছে।

সরস্বতী পূজা উপলক্ষে ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামিকাল প্রতিবছরের ন্যায় এবছরও মুমুর্ষু রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির । এছাড়াও মিলন ময়দানে সাড়ে এগারোটা থেকে প্রথম থেকে দ্ধাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেলের পর রয়েছে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠান। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আপামর ধূপগুড়িবাসীকে এই সরস্বতী পূজো ও অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Next Article