Bhorer Alo: উড়ালপুল তৈরি, অথচ জমিদাতাদের শর্ত এখনও পূরণ হল না; গজলডোবায় বিক্ষোভ

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Dec 05, 2023 | 7:16 AM

Jalpaiguri: বিক্ষোভকারীরা জানান, জমিদাতা পরিবারকে জমির বদলে জমি, নতুন জমিতে বাড়ি তৈরির টাকা, পরিবার পিছু একজনের চাকরি, যাদের বাড়িতে বয়সের কারণে চাকরি করার লোক নেই তাদের দোকান-সহ মোট ১০টি শর্তের কথা জানিয়েই পর্যটন দফতরকে জমি হস্তান্তর করেন। তাঁদের অভিযোগ, চোখের সামনে নতুন উড়ালপুল হয়ে গেল। তবে তাঁদের দাবি এখনও পূরণ হল না।

Bhorer Alo: উড়ালপুল তৈরি, অথচ জমিদাতাদের শর্ত এখনও পূরণ হল না; গজলডোবায় বিক্ষোভ
নয়া উড়ালপুলের সামনে বিক্ষোভকারীরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: জমি দিলেও এখনও ক্ষতিপূরণ পাননি বলে দাবি তুলে প্রতিবাদ দেখালেন ভূমিদাতাদের একাংশ। গজলডোবায় নবনির্মিত উড়ালপুলের সামনে বুকে এগ্রিমেন্টের কাগজ নিয়ে বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। ভোরের আলো উড়ালপুল নির্মাণ করা হয়েছে। তাঁদের অভিযোগ, সেই উড়ালপুল তৈরির জন্য পর্যটন দফতরকে জমি দেন তাঁরা। তবে বেশ কিছু শর্তসাপেক্ষে সেই জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেই শর্ত মানা হয়নি। তারই প্রতিবাদে সোমবার নবনির্মিত উড়ালপুলের সামনেই চলে প্রতিবাদ।

জানা গিয়েছে, গজলডোবায় ভোরের আলো প্রকল্পে উড়ালপুল নির্মাণের জন্য ২০১৯ সালে ১৪ টি পরিবারের সঙ্গে বেশ কিছু শর্তে জমি অধিগ্রহণ করে পর্যটন দফতর। এদিকে প্রায় ৫ বছর হতে চলল, অথচ এখনও জমিদাতাদের সঙ্গে করা পর্যটন দফতরের চুক্তি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।

বিক্ষোভকারীরা জানান, জমিদাতা পরিবারকে জমির বদলে জমি, নতুন জমিতে বাড়ি তৈরির টাকা, পরিবার পিছু একজনের চাকরি, যাদের বাড়িতে বয়সের কারণে চাকরি করার লোক নেই তাদের দোকান-সহ মোট ১০টি শর্তের কথা জানিয়েই পর্যটন দফতরকে জমি হস্তান্তর করেন। তাঁদের অভিযোগ, চোখের সামনে নতুন উড়ালপুল হয়ে গেল। তবে তাঁদের দাবি এখনও পূরণ হল না।

রবিশঙ্কর চট্টোপাধ্যায় নামে এক আন্দোলনকারী বলেন, “পর্যটন দফতরের যে চুক্তির ভিত্তিতে আমরা জমি ছাড়ি সেই চুক্তির প্রায় কিছুই বাস্তবায়িত করেনি। কথা ছিল আমাদের পরিবার পিছু একজনকে চাকরি দেবে। অথচ ১৪টি পরিবারের মধ্যে মাত্র ২টি পরিবার থেকে চাকরি দেওয়া হয়েছে। বাকিরা এখনও পায়নি। পরিবার পিছু দেড় লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। তাও দিল না। এক খণ্ড জমি দিয়েছে শুধু। সেখানে যে বাড়ি বানাব, তার জন্য টাকাটাও তো দিতে হবে। বহুবার বলেও কাজ হয়নি। অথচ উড়ালপুল উদ্বোধনের মুখে।”

এ বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়েছে। তবে জেলাশাসকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পেলেই তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে।

Next Article