Dhupguri: চাঁদার জুলুমবাজিতে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারেরই! হুলুস্থুল কাণ্ড
Dhupguri: জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজির অভিযোগ ওঠে ধূপগুড়িতে আংরাভাষা এলাকায়। গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের একাধিক সদস্যেদর বিরুদ্ধে। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়া।
জলপাইগুড়ি: চাঁদা নিয়ে জোরাজুরির অভিযোগ একাধিক ক্ষেত্রে শোনা যায়। কিন্তু তা বলে চাঁদা নিয়ে পুলিশের ওপরেই হামলা! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, ক্লাব সদস্যদের মারে মাথা ফাটে পুলিশ কর্তারই। চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়িতে। জলপাইগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে। তাদের বুধবারই জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ড বহালে উমেশ গানপত জানান, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। বাকিদের চিহ্নিত করা হচ্ছে, কারা কারা সেসময়ে ঘটনাস্থলে ছিল। এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজির অভিযোগ ওঠে ধূপগুড়িতে আংরাভাষা এলাকায়। গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের একাধিক সদস্যেদর বিরুদ্ধে। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়া। তিনি প্রতিবাদ করেন। তা নিয়ে স্থানীয় ক্লাব সদস্যদের সঙ্গে বচসা হয়। পুলিশকর্তার ওপরেই হামলা চালানোর অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন জলপাইগুড়ি অ্যাডিশনাল এসপি ওয়াংডেন ভুটিয়া।
হামলায় মাথা ফেটে যায় অতিরিক্ত পুলিশ সুপারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় বিশাল বাহিনী। আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়াকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতাল। তাঁর মাথায় সেলাই পড়ে।
এভাবে পুলিশের ওপরেই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় শুরু হয় ব্যাপক ধরপাকড়। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।