Durga Puja 2022: শারদোৎসবের আনন্দে ভাসছে দুই বাংলা! এপার বাংলার পুজোর মিছিলে যোগ বাংলাদেশি প্রতিবন্ধীর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 02, 2022 | 1:45 PM

Durga Puja 2022: বাংলাদেশের ঢাকার বাসিন্দা রতন সূত্রধর। তিনি তাঁর স্ত্রী রেনু সুত্রধর, প্রতিবন্ধী মেয়ে দোলন সূত্রধর, ছেলে হৃদয় সূত্রধরকে নিয়ে বর্তমানে তিনি ভারতে বেড়াতে এসেছেন। এসেই শোনেন পুজোর মিছিলের কথা।

Durga Puja 2022: শারদোৎসবের আনন্দে ভাসছে দুই বাংলা! এপার বাংলার পুজোর মিছিলে যোগ বাংলাদেশি প্রতিবন্ধীর

Follow Us

জলপাইগুড়ি: এবার বাংলা হোক বা ওপার বাংলা। দুর্গাপুজো (Durga Puja 2022) মানেই উৎসব-উদ্দীপনায় মেতে ওঠে দুই বাংলার বাঙালিরাও। এবার ধন্যবাদ জ্ঞাপন র‍্যালিতে অংশ নিতে দেখা গেল বাংলাদেশি প্রতিবন্ধী ও তাঁর পরিবারকে। দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। আর সে কারণেই এবার বাংলায় পুজোর আনন্দ যে আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ১ মাসব্যাপী উৎসবে মেতেছে বাংলা। এদিকে কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধন্যবাদ জ্ঞাপন র‍্যালি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে জলপাইগুড়িতেও সুসজ্জিত র‍্যালির আয়োজন করেছিল জেলা প্রশাসন। তাতেই যোগ দিতে দেখা গেল এক বাংলাদেশি পরিবারকে (Bangladesi Family)। 

বাংলাদেশের ঢাকার বাসিন্দা রতন সূত্রধর। তিনি তাঁর স্ত্রী রেনু সুত্রধর, প্রতিবন্ধী মেয়ে দোলন সূত্রধর, ছেলে হৃদয় সূত্রধরকে নিয়ে বর্তমানে তিনি ভারতে বেড়াতে এসেছেন। এপার বাংলার আত্মীয় জলপাইগুড়ির জামতলা এলাকার বাসিন্দা তুলসি সূত্রধরের বাড়িতে রয়েছেন তাঁরা।সেখানেই তিনি ব়্যালির ব্যাপারে প্রথম শোনেন বলে জানান। স্বপরিবারে চলে আসেন ব়্যালিতে। এবার বাংলার পুজোর মিছিলে যোগ দিতে খুশি দোলন। টিভি-৯ বাংলায় তিনি বলেন, “আমি খুব খুশি। শোভাযাত্রা দেখেছি। আমার বাড়ি বাংলাদেশে। আমরা মামারবাড়িতে ঘুরতে এসেছি। এখানেই এসেই শোভাযাত্রার কথা শুনে আমরা খুশিতে চলে আসি।”

বৃহস্পতিবারের র‍্যালিতে অংশগ্রহন করেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক, সমস্ত জেলার সমস্ত জন প্রতিনিধিরা। মিছিলে পা মেলাতে দেখা যায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ জেলার বিভিন্ন ব্লকের সরকারি অনুদান প্রাপ্ত ক্লাবগুলির কয়েক হাজার প্রতিনিধি। সূত্রের খবর, জলপাইগুড়ির বৃহস্পতিবারের ব়্যালিতে প্রায় হাজার সাতেকের বেশি মানুষ অংশ নেন। 

Next Article