Elephant: কাশবনের আড়ালে দলে-দলে হাতি, খাবার খেয়ে করছে সাফ, দাঁতাল দেখতে উৎসাহি মানুষের ভিড়

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2022 | 12:24 PM

Jalpaiguri: বৈকুন্ঠপুর জঙ্গল ছেড়ে ক্রমেই লোকালয়ের মুখী একটি বড়সড় হাতির দল।

Elephant: কাশবনের আড়ালে দলে-দলে হাতি, খাবার খেয়ে করছে সাফ, দাঁতাল দেখতে উৎসাহি মানুষের ভিড়
খাবার সাবাড় করছে হাতির দল (ফাইল ছবি) (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: লোকালয় মুখী বুনো হাতির দল। যা দেখতে উৎসাহি মানুষের ভিড় তুঙ্গে। প্রাণহানি ঠেকাতে মাইকিং শুরু করল বনদফতর।

বৈকুন্ঠপুর জঙ্গল ছেড়ে ক্রমেই লোকালয়ের মুখী একটি বড়সড় হাতির দল। শুক্রবার রাত্রিবেলা বুনো হাতির এই দলটি তিস্তা পারের মহারাজ ঘাটের কাছাকাছি ছিল। আজ সকালে দলটি সেখান থেকে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের বানিয়া পাড়া এলাকা সংলগ্ন তিস্তা নদীর পাড়ে চলে এসেছে। দলে ৩০ টির বেশি হাতি রয়েছে বলে খবর।

স্থানীয় কৃষক দিলোয়ার হোসেনের অভিযোগ, তাঁরা নদীর চড়ে ধান সহ অন্যান্য সবজি চাষ করেছিলেন। বিঘার পর বিঘা ধান খেয়ে সাবার করে দিচ্ছে হাতির দলটি।

খবর চাউর হতেই হাতি দেখতে কাতারে-কাতারে মানুষ এসে সেখানে উপস্থিত হন। যদিও হাতির দলটি নদীর মাঝে কাশ বনে রয়েছে। খবর পেয়ে সেখানে পেয়ে টিম নিয়ে হাজির হলেন বন আধিকারিক।

রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, ‘২০ টির বেশি হাতি রয়েছে দলটিতে। আজ এরা জলপাইগুড়ি ডিভিশনের এলাকায় এসে গেছে। যেহেতু নদীর চড়ে কাশবনে রয়েছে তাই ভালকরে দেখা যাচ্ছে না। খবর পেয়ে বনদফতরের বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মীরা এসেছে। যেহেতু নদীর চড়ে খাস জমিতে অনেক মানুষ থাকেন, যাতে তাদের প্রান হানি না ঘটে তাই আমরা মাইকিং করে মানুষকে সচেতন করছি।’

Next Article