জলপাইগুড়ি: বেআইনি জমি দখল নিয়ে শোরগোল চলছে গোটা রাজ্যেই। অভিযোগ পেলেই কড়া পদক্ষেপের পথে হাঁটছে প্রশাসন। জমি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। এবার গজলডোবা জমি কাণ্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা উত্তম রায়। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরের আলো থানায় FIR করেন রাজগঞ্জের বিএলআরও। তাঁর বিরুদ্ধে উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ। এই অভিযোগ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও ধৃত উত্তম রায় কিন্তু বলছেন অন্য কথা। এদিন দুপুরে জলপাইগুড়ি আদালতে নিয়ে এলে তিনি বলেন, তাঁর ওই জমি খাস জমি নয়। বাম আমলে তিনি পাট্টা পেয়েছেন। উনি যেহেতু বিজেপি করেন তাই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।
একই সুর উত্তম রায়ের স্ত্রী মায়ারানি রায় দাসের গলাতেও। তিনি আবার বিজেপির মহিলা মোর্চার জেলা কমিটির সদস্য। তাঁর দাবি, ওই জমি সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। নিয়ম অনুযায়ী খাজনা দেন তাঁরা। কিন্তু তাঁরা যেহেতু বিজেপি করেন তাই মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, “রঞ্জন শীল শর্মা জমি দখল করেছিল। কিন্তু সে তৃণমূল নেতা বলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো না প্রশাসন। ওই এলাকায় আরও অনেক জমি তৃণমূল নেতার দখলে। সেখানে কোনও ব্যাবস্থা নিচ্ছে না প্রশাসন। এখন তাঁদের ভয় দেখানোর জন্য গ্রেফতার করা হল।”
ধৃত উত্তম রায়ের বিরুদ্ধে নতুন আইন (ভারতীয় ন্যায় সংহিতা) ১১১(২)/৩২৯(৩)/২৪৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অপরদিকে এ ঘটনায় ভূমি আধিকারিকদের বারবার ফোন করা হয়েছে। কিন্তু, তাঁদের কোনও সাড়া পাওয়া যায়নি। মেলেনি কোনও প্রতিক্রিয়া।