Jalpaiguri: বালি পাচারের ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলকে দুষল বিজেপি, পাল্টা ঘাসফুলের দাবি প্রমাণ করতে না পারলে বুমেরাং হবে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 04, 2022 | 9:01 AM

Jalpaiguri: শনিবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।

Jalpaiguri: বালি পাচারের ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলকে দুষল বিজেপি, পাল্টা ঘাসফুলের দাবি প্রমাণ করতে না পারলে বুমেরাং হবে
বিজেপির ভিডিয়ো বালি পাচারের ভিডিয়ো প্রকাশ বিজেপির (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: কয়লাপাচার, গরুপাচার, শিক্ষকনিয়োগ কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে তাবড়-তাবড় তৃণমূল নেতার। এই অবস্থায় শাসক শিবিরকে আরও কোন ঠাসা করতে মাঠে নেমেছে বিরোধীরা। এবার তৃণমূল ও পুলিশকে কাঠগড়ায় তুলে বালি পাচারের ভিডিয়ো প্রকাশ করল বিজেপি। যার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি প্রকাশিত হওয়া ভিডিয়োয় আদৌ কোনও নেতাকে বালি পাচার করতে দেখা গিয়েছে কি না তা প্রথমে খোলসা করুক বিজেপি। নয়ত বুমেরাংও হতে পারে।

শনিবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। এ দিনের সম্মেলনে তিনি তৃণমূল নেত্রীত্ব এবং পুলিশের বিরুদ্ধে সরাসরি বালি পাচারের অভিযোগ তোলেন। এবং এর স্বপক্ষে একগুচ্ছ ভিডিও প্রকাশ করেন। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।

এ দিনের, সাংবাদিক সম্মেলনে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী দাবি করেন, সরকারি নির্দেশে বালি তোলা বন্ধ। কিন্তু সন্ধ্যা হলেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীতে গেলে দেখা যাবে সেখানে ডাম্পার লাগিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা বালি তোলার জন্য। আর পুলিশ দাঁড়িয়ে থেকে বালি তোলার কাজে যুক্ত হচ্ছেন। এবং এই বালির টাকা ব্লক স্তর থেকে জেলা স্তর হয়ে রাজ্য স্তরে পৌঁছে যাচ্ছে। সব জায়গায় তৃণমূল নেতারা যুক্ত। রানিনগর শিল্প তালুক, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন ফ্ল্যাট এই বালি দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ তাঁর। তিনি এই ঘটনার তদন্তের দাবি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা জায়গা মতো অভিযুক্তদের নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে সেই নাম কোথায় পাঠানো হচ্ছে তা খোলসা করেননি তিনি।

ঘটনায় যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘যেই ভিডিয়ো দেখানো হচ্ছে সেই ভিডিয়ো কত দিন আগেকার, সেই ভিডিও গুলিতে কি কোনও তৃণমূল নেতাকে বালি পাচার করতে দেখা গেছে সেটা আগে জানাতে হবে৷ যদি তৃণমূলের কোনও নেতা এমনটা করে থাকে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি দল সেই নেতাকে বহিস্কার করবে। কিন্তু যদি এটা ফেক ভিডিয়ো হয় তবে তা বিজেপির বুমেরাং হতে পারে।’ তিনি আরও জানান, ‘যাঁরা এখন কথায়-কথায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন অমিত শাহ সহ তারা জেলে থাকবেন। যারা এখন প্রেস মিট করছেন তাঁদের সাধারণ মানুষ জবাব দেবে।’

Next Article