জলপাইগুড়ি: শিক্ষক নিয়োগ কাণ্ডে দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে মন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করলেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।
শনিবার বিজেপি কর্মীরা তাঁদের নিজেদেরই এক কর্মীর মুখে পার্থ চট্টোপাধ্যায়ের মাস্ক পরান। তারপর তাঁর কোমরে দড়ি পড়িয়ে তাঁকে টানতে-টানতে গোটা শহর ঘোরান। আর স্লোগান দিতে থাকেন ‘চোর ধরো জেলে ভরো।’
এরপর মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র কদমতলায় পৌঁছলে সেখানে নকল পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে তাঁকে রীতিমত নিগ্রহ করতে থাকেন গেরুয়া কর্মীরা। পরবর্তীতে কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচি শেষ করেন তাঁরা।
এ দিন, ঘটনার বিষয়ে জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, ‘পার্থ চ্যাটার্জীর বাড়ি থেকে কয়েক কোটি নগদ টাকা সহ প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছিল। আজ তার সফল পরিণাম হাতে আসা শুরু হল। এরপর ধীরে ধীরে আরও অনেক নেতা যারা এই জাতীয় দুর্নীতির সঙ্গে জড়িত আছে তারাও জেলে যাবে। এই সরকারে সব নেতা, মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত। তাই আমরা দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’
প্রসঙ্গত, ২৬ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ছিল ইডি। শনিবার সকাল ১০ নাগাদ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে নেমে এই গ্রেফতারি। একইসঙ্গে আটক করা হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার রাতে এই অর্পিতার বাড়ি থেকেই ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। সঙ্গে বৈদেশিক মুদ্রা, প্রচুর সোনা।