জলপাইগুড়ি: ফুটছে বাংলাদেশ। বিগত কয়েকদিনে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেরও বড়সড় পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। সীমান্তে নজরদারিতেও আরও জোর দেওয়া হয়েছে। টহল দিচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনী। অনুপ্রবেশকারীরা যাতে পার না পেয়ে যায় সেদিকেও দেওয়া হচ্ছে বিশেষ। এরইমধ্যে ৬০তম স্থাপনা দিবসকে সামনে রেখে গত এক সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। শনিবারও দেখা গেল সেই ছবি।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত সীমান্তে চলে এই কর্মসূচি। এই এলাকার মধ্যে থাকা BOP ভারত এবং BOP মহাদেব এর মধ্যে দীর্ঘ পথ জুড়ে BSF এর ৯৩ এবং ১৫ ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। মহাসমারোহে চলে সেই অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা করেন ৯৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার সঞ্জয় কুমার সিং। অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের সঙ্গে ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার। ছিলেন ১৫ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুবোধ কুমার-সহ অন্যান্য পদাধিকারীরা। প্রসঙ্গত, একদিন আগেই এই সীমান্ত এলাকা দিয়েই গরু পাচারের চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। যদিও শেষ পর্যন্ত তা আটকে দেন বিএসএফের জওয়ানরা। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এমনকী গুলির লড়াইও হয়। এক বাংলাদেশি চোরাচালানকারীর মৃত্যু হয়। যা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর শোরগোলও হয়।