Buddha Purnima: মাছেই পূণ্য‍! বুদ্ধ পূর্ণিমার এই রীতি জানতেন আপনি?

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

May 23, 2024 | 10:05 PM

Siliguri: রুই, কাতলার পাশাপাশি শিঙি, মাগুর-সহ আরও নানারকমের মাছ ছাড়া হয় এদিন। রানিডাঙা মনেস্ট্রি থেকে দু'গাড়ি করে প্রায় ১০ কুইন্টালের বেশি মাছ ছাড়া হয় বলে জানা গিয়েছে। এই মাছ ছাড়ার দৃশ্য দেখতে ভিড় জমে যায় এলাকায়। রীতি মেনে এই পর্ব চলে।

Buddha Purnima: মাছেই পূণ্য‍! বুদ্ধ পূর্ণিমার এই রীতি জানতেন আপনি?
এভাবেই ঝুড়িতে করে মহানন্দায় মাছ ছাড়া হয় এদিন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বুদ্ধ পূর্ণিমা  উপলক্ষে নদীতে মাছ ছাড়ার রীতি মানেন অনেকে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, এই পূণ্য তিথিতে পুকুরে মাছ ছাড়া আসলে জীবনদানের প্রতীকী। এবারও তার অন্যথা হল না। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ফুলবাড়িতে মহানন্দার জলে ছাড়া হল সেই মাছ।

রুই, কাতলার পাশাপাশি শিঙি, মাগুর-সহ আরও নানারকমের মাছ ছাড়া হয় এদিন। রানিডাঙা মনেস্ট্রি থেকে দু’গাড়ি করে প্রায় ১০ কুইন্টালের বেশি মাছ ছাড়া হয় বলে জানা গিয়েছে। এই মাছ ছাড়ার দৃশ্য দেখতে ভিড় জমে যায় এলাকায়। রীতি মেনে এই পর্ব চলে।

রানিডাঙা মনেস্ট্রির বৌদ্ধ সন্ন্য়াসী টুকু উগেন ছেনছু লামা বলেন, “এই পুরো মাসটা আমরা কৃচ্ছসাধন করে ভাল কাজ করার চেষ্টা করি। এই সারা মাস অন্তত কোনওরকম খারাপ কাজ থেকে নিজেদের দূরে রাখতেই হয়। এখন তো কম বেশি মানুষ মিথ্যা কথা বলেন। তবে আমরা বলব সারা বছর এই দিনটার মতো করেই কাটাতে। যাতে কোনও পাপ কাজ করতে নাা হয়। সকলের উপকারে যেন আমাদের জীবন কাটে। প্রতি বছর আমরা এদিন মাছ ছাড়ি। এটা আসলে জীবনদানের প্রতীক। সেটা আজও পালন করছি। প্রায় ৯ ১০ কুইন্টাল মাছ ছাড়া হচ্ছে।”

Next Article