Jalpaiguri: কোরক হোম কাণ্ডে মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 03, 2023 | 7:02 PM

Jalpaiguri: প্রসঙ্গত, প্রথমে মৃত কিশোরের যেই ময়নাতদন্তের রিপোর্ট পেশ করা হয়েছিল তাতে কিশোরের বয়স উল্লেখ ছিল ৩৪ বছর

Jalpaiguri: কোরক হোম কাণ্ডে মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই
(নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: কোরক কাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করল সিবিআই (CBI)। গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে এক বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত ৯ ফেব্রুয়ারি ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালতের নির্দেশের চব্বিশ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করে সিবিআই। কিশোরের দেহ ফের করব থেকে তুলে তার ময়নাতদন্ত করে। একই সঙ্গে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে সিবিআই আধিকারিকেরা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, প্রথমে মৃত কিশোরের যেই ময়নাতদন্তের রিপোর্ট পেশ করা হয়েছিল তাতে কিশোরের বয়স উল্লেখ ছিল ৩৪ বছর। যেই রিপোর্ট দেখে সন্দেহ হয়। এরপর বিচারপতিরা ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।

অ্যাসিস্ট্যান্ট সলিসেটার জেনারেল (সিবিআই এর আইনজীবী) সুদীপ্ত কুমার মজুমদার জানিয়েছেন মহামান্য বিচারপতিদের নির্দেশে তদন্ত শুরু হয়েছিল। সোমবার আদালতে মুখ বন্দ খামে ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করা হয়েছে। বুধবার এই রিপোর্টের শুনানি হবে।

Next Article