ধূপগুড়ি: জাতীয় সড়ক অবরোধ করে রাজপথে ভাতের হাঁড়ি উনুনে চাপিয়ে বিক্ষোভ দেখালেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সোমবার বিকেলে সিপিএম পার্টি অফিসের সামনে থেকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ধূপগুড়ি আঞ্চলিক কমিটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিল টি শহর পরিক্রমা করে এরপর ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ দিন, মিছিলটি শহর পরিক্রমা করে। এরপর ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতীকীভাবে জাতীয় সড়ক অবরোধ করে। রাস্তার উপর ইট দিয়ে উনুন বানিয়ে রাস্তার উপর বসে কাঠ দিয়ে রান্না করে প্রতিবাদ জানান মহিলারা। গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধেই তাঁদের এই প্রতিবাদ।
সেই সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া বিল দ্রুত প্রদান,আধার প্যান কার্ড লিঙ্ক করা নিয়ে হাজার টাকা ফাইন করার যে সরকারি ফতোয়া জারি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। এ দিন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক মমতা রায়। উপস্থিত ছিলেন সারা ভারত মহিলা সমিতির নেত্রী সিমা শিকদার প্রমুখ।