শিলিগুড়ি: বকেয়া না পেলে এবার ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি রাজভবনের চা চক্রে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রকে ১ তারিখ অবধি সময় দিচ্ছেন। এই সাতদিনের মধ্যে বকেয়া টাকা না দিলে চরম পদক্ষেপ করবেন। বকেয়া না দিলে আন্দোলনে নামবেন। আজ সোমবার সেই আন্দোলনের চেহারা কেমন হবে, তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১ তারিখ অবধি সময়। ২ তারিখ আমি নিজে ধরনায় বসব।”
এদিন শিলিগুড়ি থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্র কিছুই করে না। এ প্রসঙ্গে মমতার বক্তব্য, “যারা ১০০ দিনের টাকা পায়নি আর আবাসের ঘর যারা পায়নি তাদের ডেকে কথা বলে ওদের পাশে দাঁড়াব। কিচ্ছু করে না ওরা। আমরা চাইলাম আমাদেরও দিল না বন্ধ চা বাগানগুলি। ওরা অধিগ্রহণ করল?”
বকেয়া না পেলে ১ তারিখ তৃণমূলের নেতারা ধরনায় বসবেন। ২ তারিখ থেকে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘোষণার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পাল্টা ধরনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসলে পাল্টা বিজেপি বিধায়করাও ধরনায় বসবেন। ধরনায় সামিল হবেন সাংসদ ও দলীয় কর্মীরাও।