Dhupguri: ভরা বাজারে সিআইডির টিম, তিনজনকে তুলে নিয়ে গেল থানায়

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jun 28, 2024 | 6:40 PM

Dhupguri: শুক্রবার চার সদস্যর সিআইডি টিম ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হয় খট্টিমারি এলাকায়। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়আলতা-২ গ্রামপঞ্চায়েতের খট্টিমারি এলাকায় শুক্রবার সিআইডির একটি দল হাজির হয়। অভিযোগ পেয়েই তারা এদিন খট্টিমারিতে হানা দেয় বলে খবর।

Dhupguri: ভরা বাজারে সিআইডির টিম, তিনজনকে তুলে নিয়ে গেল থানায়
তিনজনকে আটক করেছে পুলিশ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: সিআইডির হানা ধূপগুড়িতে। তিনজনকে আটকও করা হয় বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে। সূত্রের খবর, জাল লটারিকাণ্ডে এদিন হানা দেয় সিআইডি। জাল টিকিট বিক্রির অভিযোগ ধরা হয় তিনজনকে। যদিও আটকদের দাবি, তাদের নিয়ে যাওয়ার কোনও কারণ নেই। লটারিতে পুরস্কার পাচ্ছে না বলে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার চার সদস্যর সিআইডি টিম ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হয় খট্টিমারি এলাকায়। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়আলতা-২ গ্রামপঞ্চায়েতের খট্টিমারি এলাকায় শুক্রবার সিআইডির একটি দল হাজির হয়। অভিযোগ পেয়েই তারা এদিন খট্টিমারিতে হানা দেয় বলে খবর। এরপরই খট্টিমারি বাজার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। থানার ভিতর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক এক যুবক পরমেশ্বর রায়ের দাদা রামেশ্বর রায় বলেন, “দু’টো গাড়ি এসেছিল। তিনজনকে তুলে নিয়ে গেল। ওরা সকলেই লটারি বিক্রি করে। এর বেশি আমি কিছু জানি না। যদি কিছু হয়েও থাকে হয়ত চক্রান্ত করে ফাঁসিয়েছে।” রামেশ্বর জানান, তিনি আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলেন কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওনারা বলেন, জাল বেরিয়েছে লটারি। লটারিতে পুরস্কার দিচ্ছে না, সেই অভিযোগে তুলে নিয়ে গিয়েছে।

Next Article