মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা, দু’দিনে মিলবে রিপোর্ট

May 28, 2021 | 4:18 PM

করোনা পরীক্ষা (Covid Test) নিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রাজ্যের বহু মানুষ। তাই এই বিশেষ উদ্যোগ।

মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা, দুদিনে মিলবে রিপোর্ট
শিলিগুড়িতে চলছে করোনা পরীক্ষা (নিজস্ব চিত্র)

Follow Us

শিলিগুড়ি: করোনা পরীক্ষা নিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হচ্ছেন রাজ্যের বাসিন্দারা। কখনও টেস্ট করানো গেলেও রিপোর্ট আসতে অনেক দেরি হচ্ছে। আবার কখনও পরীক্ষার জন্য চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এবার সাধারণ মানুষকে সস্তায় করোনা পরীক্ষা করার সুযোগ দিতে বিশেষ উদ্যোগ নিল বণিকসভা সিআইআই, ইয়ং ইন্ডিয়া ও ডনবসকো আলুমনি আস্যোসিয়েশন। শুরু হল মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা।

বেসরকারি ল্যাবে টাকার অঙ্ক অনেক বেশি, টেস্টের রিপোর্ট মিলতেও দেরি হচ্ছে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ৪৮ ঘন্টাতেই্ রিপোর্ট মিলবে। দিতে হবে মাত্র ৫০০ টাকা। প্রতিদিন ১০০ জন রোগীর লালারসের নমুনা সংগ্রহ করা হবে সেখানে। গোটা দেশের মধ্যে কলকাতায় ৭টি, ভাইজাগে ১টি কেন্দ্রের পাশাপাশি শিলিগুড়িতে এমন ১টি কেন্দ্র চালু করা হল আজ শুক্রবার।

আরও পড়ুন: ‘২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়’, বড় ঘোষণা কেন্দ্রের

এই উদ্যোগে স্বাভাবিকভাবেই সাড়া পড়েছে উত্তরবঙ্গের এই শহরে। আজ সকাল থেকেই সেখানেই লাইন দিয়েছেন অনেকে। বহু মানুষ কম খরচে টেস্ট করাতে এখানে ভিড় জমান। তাঁরা জানান, বেসরকারি ল্যাবে কালোবাজারি চলছে। তাই এখানে এসেছেন তাঁরা।

আরও পড়ুন: করোনা চিকিৎসা সংক্রান্ত সামগ্রীতে ছাড় নিয়ে বৈঠক জিএসটি কাউন্সিলের, দাম কমতে পারে কী কী পণ্যের?

Next Article