Jalpaiguri: একটা অদ্ভুত শব্দ, সঙ্গে কালো কিছু আবছা দেখা যাচ্ছিল, ডালা খুলতেই চমকে গেল পুলিশ

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2025 | 3:48 PM

Jalpaiguri: উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে বিহার থেকে বাংলা হয়ে অসম, মেঘালয় জাতীয় সড়ক দিয়ে কন্টেনারের ভিতরের নানা কায়দা করে গরু মহিষ পাচার হয়ে চলেছে। তবে সেই পথেই রয়েছে বিভিন্ন থানায় এলাকা।  আর সেই থানায় এলাকাগুলো উপর দিয়ে চলছে দেদার গরু পাচার। পুলিশ আধিকারিকরা কি কিছুই জানতেন না? উঠছে প্রশ্ন। 

Jalpaiguri: একটা অদ্ভুত শব্দ, সঙ্গে কালো কিছু আবছা দেখা যাচ্ছিল, ডালা খুলতেই চমকে গেল পুলিশ
গরু পাচার এখনও হচ্ছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বাংলাদেশ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। অনুপ্রবেশ রুখতে কড়া পুলিশ থেকে বিএসএফ। কিন্তু পাচারকারীরা আছে নিজের তালে। এখনও যে গরুপাচার বন্ধ হয়নি তা আরও একবার সামনে চলে এল। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে এক গরুপাচারকে আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে বিহার থেকে বাংলা হয়ে অসম, মেঘালয় জাতীয় সড়ক দিয়ে কন্টেনারের ভিতরের নানা কায়দা করে গরু মহিষ পাচার হয়ে চলেছে। তবে সেই পথেই রয়েছে বিভিন্ন থানায় এলাকা।  আর সেই থানায় এলাকাগুলো উপর দিয়ে চলছে দেদার গরু পাচার। পুলিশ আধিকারিকরা কি কিছুই জানতেন না? উঠছে প্রশ্ন।

তবে বুধবার রাতে এভাবে অবৈধ গরু পাচার করতে গিয়ে ময়নাগুড়ি থানা পুলিশের হাতে ধরা পড়ল একটি কন্টেনার। আর তার ভিতর থেকে উদ্ধার হয় ২৭টি মহিষ। ঘটনায় চালকসহ মোট তিনজনকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে অসমের উদ্দেশ্যে এই মহিষগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অথচ তাদের কাছে কোনও রকম মহিষ নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র ছিল না বলে খবর। গাড়িতে থাকা ২৭ টি মহিষ উদ্ধার করে খোঁয়ারে রাখা হয়। এই ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। ধৃত ব্যক্তিদের বাড়ি বিহারে। এদিন ধৃত তিন জনকে সাত দিনের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ।

Next Article