Jalpaiguri: লাউ-লঙ্কা-বেগুন গাছের আড়ালে ওগুলি কী? এলাকা ঘিরে বড় অভিযান, হতবাক পুলিশ

Rony Chowdhury | Edited By: জয়দীপ দাস

Jan 09, 2025 | 6:07 PM

Jalpaiguri: অভিযোগ, পূর্ব দুরামারি কেরানিপাড়া গ্রামে প্রকাশ্যেই রমরমিয়ে চলছিল গাঁজার চাষ। গৃহস্থ বাড়ির উঠোন থেকে বাড়ির সংলগ্ন ফাঁকা জায়গা, মাঠ, সর্বত্রই চলছিল গাঁজার চাষ। গাঁজা চাষ বেআইনি জেনেও গ্রামবাসীরা লাউ মাচা, লঙ্কা গাছ, বেগুন গাছের ফাঁকেই বসিয়েছিলেন গাঁজার গাছ।

Jalpaiguri: লাউ-লঙ্কা-বেগুন গাছের আড়ালে ওগুলি কী? এলাকা ঘিরে বড় অভিযান, হতবাক পুলিশ
বড় অভিযান গোটা গ্রামে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বানারহাট: বাড়ির উঠোন হোক বা পাশের জমি, বাদ যায়নি কোনও জায়গাই। জমিতে ফলেছে লাউ, লঙ্কা, বেগুন। কিন্তু, তার আড়ালেই রমরমিয়ে চলছে গাঁজার চাষ। সবটাই হচ্ছে প্রশাসনের নাকের ডগাতেই। করেছেন একাংশের স্থানীয় বাসিন্দারা। কিন্তু, সব জেনেও কেন চুপ পুলিশ? প্রশ্নটা উঠছিল বেশ কিছুদিন থেকেই। অবশেষে হল পুলিশি অভিযান। নষ্ট করে দেওয়া হল লক্ষ লক্ষ টাকার গাঁজা গাছ। এদিন এমনই চাঞ্চল্যকর ছবি দেখতে পাওয়া গিয়েছে বানারহাটের দুরামারি এলাকায়। অভিযান চালায় বানারহাট থানার পুলিশ। 

অভিযোগ, পূর্ব দুরামারি কেরানিপাড়া গ্রামে প্রকাশ্যেই রমরমিয়ে চলছিল গাঁজার চাষ। গৃহস্থ বাড়ির উঠোন থেকে বাড়ির সংলগ্ন ফাঁকা জায়গা, মাঠ, সর্বত্রই চলছিল গাঁজার চাষ। গাঁজা চাষ বেআইনি জেনেও গ্রামবাসীরা লাউ মাচা, লঙ্কা গাছ, বেগুন গাছের ফাঁকেই বসিয়েছিলেন গাঁজার গাছ। এদিন সেই সব গাছই নষ্ট করে দেয় পুলিশ। 

এই বিষয়ে বানারহাট থানার পুলিশ বলছে, বেশ কয়েকটি বাড়িতে বাড়ির ভিতরেও গাঁজার চাষ হচ্ছিল। বাইরে তো হচ্ছিলই। কিন্তু, এদিন সবই নষ্ট করে দেওয়া হয়েছে। নষ্ট করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকারও বেশি। 

Next Article