Jalpaiguri: চেন টেনে উধাও যাত্রী, বিকট আওয়াজ করে দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Jan 09, 2024 | 10:11 PM

Jalpaiguri: খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং রেল কর্মীরা। তখনই দেখা যায় ট্রেনের চেন টানা রয়েছে। কিন্তু, কে চেন টেনেছেন তা আর জানা যায়নি। কেনই বা টেনেছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কিছু সময় অপেক্ষা করার পর ফের যাত্রা শুরু করে ট্রেনটি।

Jalpaiguri: চেন টেনে উধাও যাত্রী, বিকট আওয়াজ করে দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল
ঘটনায় জোর শোরগোল যাত্রীদের মধ্যে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: তখন সবে সন্ধ্যা নেমেছে। জলপাইগুড়ি স্টেশন থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছিল দার্জিলিং মেল। কিন্তু, ছাড়ার পর কিছু দূর যেতে না যেতেই ৩ নম্বর ঘুমটির কাছে গিয়ে বিকট আওয়াজ করে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। আতঙ্কের আবহও দেখা যায়। ট্রেন দাঁড়িয়ে যেতেই টর্চ হাতে ছুটে আসেন গার্ড। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং রেল কর্মীরা। তখনই দেখা যায় ট্রেনের চেন টানা রয়েছে। কিন্তু, কে চেন টেনেছেন তা আর জানা যায়নি। কেনই বা টেনেছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কিছু সময় অপেক্ষা করার পর ফের যাত্রা শুরু করে ট্রেনটি। 

ঘটনায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদস্য পার্থ রায় বলেন, জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর S-6 কামরায় থাকা কেউ একজন চলন্ত দার্জিলিং মেল ট্রেনের চেন টেনে দেয়। চেন টানার ফলে ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর আধিকারিকেরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ফের ট্রেন নিয়ে NJP চলে যান। ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে। অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি। তাঁর খোঁজ চালাচ্ছে রেল পুলিশ।

জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক চন্দ্র দাস জানান, দার্জিলিং মেল যাবে বলে ওই সময় আগে থেকেই রেল গেট আটকানো ছিল। যার ফলে এলাকায় যানজট ছিল। আচমকাই প্রায় ২০ মিনিট ট্রেন অতিরিক্ত সময় দাঁড়ানোয় আরও যানজট সৃষ্টি হয় এলাকায়। এতে পথচারী এবং অফিস ফেরত নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয়। তিনি আরও বলেন, এই ঘুমটি এলাকায় যানজট সমস্যা নিত্যকার। আর এই নিয়ে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেলের কাছে বহু আবেদন নিবেদন করেছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। 

Next Article