Dengue: ডেঙ্গিতে আক্রান্ত তৃণমূল নেতার বাড়িই নাকি মশার আতুঁড়ঘর! বলেছেন স্বাস্থ্যকর্মীরাই

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2022 | 3:37 PM

Jalpaiguri: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ১৪ নং ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, স্বাস্থ্য কর্মীদের নির্দেশ থাকা সত্বেও সেই জল দিয়ে বরফ তৈরি বন্ধ হয়নি ফ্যাক্টরিতে।

Dengue: ডেঙ্গিতে আক্রান্ত তৃণমূল নেতার বাড়িই নাকি মশার আতুঁড়ঘর! বলেছেন স্বাস্থ্যকর্মীরাই
বাড়ছে ডেঙ্গির দাপট।

Follow Us

জলপাইগুড়ি: কয়েকদিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা। এরপর আক্রান্ত হলেন তৃণমূল নেতা ও তাঁর সন্তান। তবে স্বাস্থ্য কর্মীদের দাবি, ওই তৃণমূল নেতার বাড়ি যেন ডেঙ্গির আতুঁড়ঘর। নেতার বাড়িতে রয়েছে বরফ তৈরির কারখানা। আর সেখানে জমে থাকা জলে জন্মাচ্ছে ডেঙ্গির লার্ভা। পরিদর্শনে গিয়েও নাকি তার প্রমাণ পেয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ১৪ নং ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, স্বাস্থ্য কর্মীদের নির্দেশ থাকা সত্ত্বেও সেই জল দিয়ে বরফ তৈরি বন্ধ হয়নি ফ্যাক্টরিতে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো ধূপগুড়ি পৌরসভা ও গ্রামাঞ্চলে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ধূপগুড়ি পৌরসভার বিদায়ী বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজেশ কুমার সিং-এর বাড়ির পাশেই ডেঙ্গি আক্রান্ত তাঁর দলের নেতা।

সূত্রের খবর, আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম ত্রিপাল পাল। জ্বরে ভুগছেন তাঁর সন্তানও। বর্তমানে তাঁরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি-র অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের দল আক্রান্ত তৃণমূল নেতার বাড়িতে সার্ভে করতে গেলে দেখতে পান সেই বাড়িতে বরফ তৈরির কারখানা এবং সেখানে মজুত রাখা জলেই ডেঙ্গুর লার্ভা কিলবিল করছে। আবার সেই মজুত রাখা জল থেকে তৈরি হওয়া বরফ শহরজুড়ে দেদার বিকচ্ছে। এখানেই শেষ নয়, গেরুয়া শিবিরের আরও দাবি, স্বাস্থ্যকর্মীরদের বরফ তৈরি কাজ বন্ধ করতে বললেও বন্ধ হয়নি ফ্যাক্টরি।

যদিও পৌরসভা তরফ থেকে বিভিন্ন এলাকায় মশার লার্ভা নিধনের জন্য ওষুধ স্প্রে করা শুরু হয়েছে। এ বিষয়ে পিংকি সাহা নামে ধূপগুড়ি পুরসভার স্বাস্থ্যকর্মী বলেন, “আমরা ত্রিপাল পালের বাড়িতে সার্ভে করতে গিয়েছি এবং লক্ষ্য করেছি ওনার বাড়িতেই রয়েছে বরফ তৈরির কারখানা। সেখানে মজুত রাখা জলে ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা এবং সেই জলেই তৈরি হচ্ছে বরফ। তাই আমরা কর্মচারীদের কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং গোটা বিষয়টি পুর দফতরকে জানাবো।”

অন্যদিকে ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভের ভাইস প্রেসিডেন্ট তথা তৃনমূল নেতা রাজেশ কুমার সিং বলেন, “আমরা পুরসভার তরফ থেকে বিষয়টা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” বরফ কারখানার কর্মচারী শচীন বর্মণ বলেন, “আমরা মালিকের সাথে কথা বলে মালিকের কথামতো কাজ করব।”

Next Article