Dhupguri: দিনের পর দিন ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা মূক ও বধির তরুণী! তপ্ত হল চা বাগান

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2024 | 10:40 AM

Dhupguri: জানা গিয়েছে, বয়স সাতাশের ওই যুবতী মূক ও বধির। ঘটনাটি বেশ কয়েক মাস আগের। কিন্তু এতদিন চুপ ছিলেন তিনি। ভয়ে চুপ ছিল পরিবার। বেশ কয়েক মাস আগে বাগানের দু'জন ব্যক্তি তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

Dhupguri: দিনের পর দিন ধর্ষণে অন্তঃসত্ত্বা মূক ও বধির তরুণী! তপ্ত হল চা বাগান
প্রতীকী চিত্র
Image Credit source: X

Follow Us

 ধূপগুড়ি: আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় বাংলা।  তার মধ্যেই ডুয়ার্সের বানারহাটের চা বাগানে বিশেষ ক্ষমতা সম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বানারহাটে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চা বাগানের শ্রমিকরা মিছিল করে ঘেরাও করলেন বানারহাট থানায়। নির্যাতিতার পরিবারের তরফ থেকে থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বয়স সাতাশের ওই যুবতী মূক ও বধির। ঘটনাটি বেশ কয়েক মাস আগের। কিন্তু এতদিন চুপ ছিলেন তিনি। ভয়ে চুপ ছিল পরিবার। বেশ কয়েক মাস আগে বাগানের দু’জন ব্যক্তি তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতা এই তরুণীর বৌদি চা বাগানের স্থায়ী শ্রমিক, দুই ভাই দিনমজুরের কাজ করেন । মা বাবা কেউ নেই। এই রকম পরিস্থিতিতে একা থাকার সুযোগ পেয়ে তাঁর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

কিছুদিন ধরে ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়। বৌদি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারেন, তরুণী অন্তঃসত্ত্বা। এরপর দাদা বৌদি তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, একাধিক ব্যক্তি তাঁকে নির্যাতন করেছেন। এই ঘটনা ছড়িয়ে পড়তেই শ্রমিক মহল্লায় ক্ষোভ ছড়ায়।

সমস্ত বাসিন্দারা নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা।ধূপগুড়ি মহকুমার এসডিপিও গেইলসন লেপচা বলেন, “লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দ্রুত অভিযুক্তকে ধরা হবে। আইন মেনে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হচ্ছে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article