ধূপগুড়ি: ধূপগুড়ি নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় ধাক্কা। শাসকদল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরের দিনই এই টুইস্ট। বস্তুত, ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে রয়েছে উপনির্বাচন। তার আগে শনিবার সেখানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত ছিলেন মিতালী রায়। কিন্তু আজ হঠাৎ দলবদল করে যোগ দিলেন বিজেপি-তে।
প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোটের সময় ধূপগুড়ি কেন্দ্রে জয়লাভ করেছিলেন মিতালী রায়। ২০২১ সালেও দল তাঁকে টিকিট দেয়। কিন্তু বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে পরাজিত হন তিনি। তবে বিষ্ণুপদবাবুর মৃত্যুতে ধূপগুড়ি উপনির্বাচনে আর দল তাঁকে প্রার্থী করেনি। তাঁর বদলে তৃণমূলের হয়ে লড়ছেন নির্মলচন্দ্র রায়। এ দিকে, টিকিট না পাওয়ার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন মিতালী। বারবার অভিযোগ করেছিলেন একুশের ভোটে হারের পর থেকে দলের কাছে তিনি ব্রাত্য হয়ে গিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও মিতালীর ক্ষোভ মেটানোর চেষ্টা করেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার যে গতকালের অভিষেকের সভায়ও উপস্থিত ছিলেন মিতালি। কিন্তু আজ আচমকাই সোজা বিজেপির কার্যালয়ে গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন।
এ দিন ধূপগুড়ির নেতাজি পাড়াতে বিজেপি-র যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে আসেন মিতালী। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি বাপী গোস্বামী ও তাবড় বিজেপি নেতাদের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর মিতালী রায় রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বলেন, “আমি লড়াইয়ের মানুষ। কামতাপুরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। লড়াইয়ে থাকতে ভালবাসি। তৃণমূলে কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। আমার মতো একজন রাজবংশী মানুষকে যদি ব্যবহার করতে না পারে সেটা দল বুঝবে। আমি ঘরে কেন বসে থাকব?” সুকান্ত মজুমদার বলেন, “মিতালী রায় উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন। আন্দোলন করেছেন। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি।” অপরদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “গতকাল মিতালী রায় মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আবেদন জানিয়েছেন। এখন যদি তিনি বিজেপি-তে যোগদান করেন তাহলে তিনি কী বলে সেটা শোনার অপেক্ষায় আমরাও আছি।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মিতালীর যোগদান বড় বিষয়। লাভবান হবে বিজেপি।” বিরোধী দলনেতার বক্তব্য, তৃণমূলে কাজ করতে পারছিলেন না মিতালী। এই দলবদলের জেরে রাজবংশী ভোট ব্যাঙ্ক আরও সুরক্ষিত হল।