Dhupguri: কাঁটাতারে আটকে রক্তাক্ত হল শরীর, গুলিতে করা হল নিস্তেজ, চা বাগানে চিতাবাঘ দেখতে পর্যটকদের ভিড়

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2024 | 11:34 PM

Dhupguri: খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়। সংলগ্ন এলাকার বিভিন্ন রিসোর্টে থাকা পর্যটকরাও ছুটে যান চিতাবাঘ দেখার জন্য। খবর দেওয়া হয় বনদফতরকে। এলাকায় আসে ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা।

Dhupguri: কাঁটাতারে আটকে রক্তাক্ত হল শরীর, গুলিতে করা হল নিস্তেজ, চা বাগানে চিতাবাঘ দেখতে পর্যটকদের ভিড়
চিতাবাঘ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: চা বাগানের লাগানো নিষিদ্ধ কাঁটাতারের বেড়ায় আটকে গেল চিতাবাঘ। সেই কাঁটাতারের বেড়া থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা চিতাবাঘের। ক্ষতবিক্ষত হল শরীর। ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় চিতাবাঘটিকে। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া কায়েতপাড়া সংলগ্ন এলাকায়।

খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়। সংলগ্ন এলাকার বিভিন্ন রিসোর্টে থাকা পর্যটকরাও ছুটে যান চিতাবাঘ দেখার জন্য। খবর দেওয়া হয় বনদফতরকে। এলাকায় আসে ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। বনদফতরের কর্মীরা গিয়ে সেই এলাকাটি প্রথমে জাল দিয়ে ঘিরে দেন। পরে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপরে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর।

খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, “খবর পাওয়ার পরে এলাকায় যান বনকর্মীরা। পূর্ণ বয়স্ক চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা হয়েছে। সেটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই হাতি চিতাবাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীরা ওই এলাকায় চলে আসে। এর আগেও ওই এলাকার চা বাগানে বহু চিতাবাঘ দেখা গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। চিতাবাঘ ধরতে ওই এলাকায় বনদফতরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Next Article