Dhupguri: সুপারি গাছ বেয়ে ঢুকেছিল ঘরে, ফাঁক করে দিয়ে গেল চোর
Dhupguri: বুধবার দুপুরে পরিবারের সকলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সস্ত্রীক জীবন রায়। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে সব কিছু নিয়ে চম্পট দেয় চোরের দল। মায়ের দেওয়া ও শাশুড়ির দেওয়া সোনা গহনা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহবধূ। দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।
ধূপগুড়ি: খবর এসেছিল বোন অসুস্থ। সেই কারণে অসুস্থ বোনকে দেখতে গিয়েছিল ওঁরা। ব্যস সেই সুযোগকেই কাজে লাগাল। ভর দুপুরে দুঃসাহসিক চুরি ধূপগুড়িতে। খোয়া গেলো নগদ এক লক্ষ টাকাসহ ৫ থেকে ছয় ভরি সোনা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায়।
বুধবার দুপুরে পরিবারের সকলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সস্ত্রীক জীবন রায়। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে সব কিছু নিয়ে চম্পট দেয় চোরের দল। মায়ের দেওয়া ও শাশুড়ির দেওয়া সোনা গহনা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহবধূ। দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে সকাল দশটার দিকে অসুস্থ বোনের খবর করতে গিয়েছিলেন স্বামী স্ত্রী দু’জনে। এদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সুপারি গাছ বেয়ে বাড়ির দেওয়াল টোপকে বাড়িতে ঢোকে চোর । এরপর ঘরের তালা ভেঙে পাঁচ ভরি সোনা সহ নগদ এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। দুপুর নাগাদ বাড়ি ফিরে জীবন রায় দেখেন ঘরের তালা ভাঙা। এই দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় পরিবারের সদস্যদের। দিনে দুপুরে চুরির খবর চাউর হতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। বাড়ির মালিক জীবন রায় জানান, “হয়ত যখন বাড়ি থেকে বের হয়ে যাই। তখন চোরের দল ফলো করেছিল আমাদেরকে। নগদ এক লক্ষ টাকা পাঁচ ভরি সোনা চুরি গিয়েছে।”