AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: ধূপগুড়িতে হঠাৎই হুল-হামলা! জ্বালা-যন্ত্রণা নিয়ে রাস্তায় শুয়ে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ পোশাকে রাস্তায় পুলিশ!

Dhupguri: ধবার সকালবেলা আচমকাই এক ঝাঁক মৌমাছি ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায় ঢুকে পড়ে। বাজার এলাকায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়তে থাকে। অনেকে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। তাঁদের শরীরে হুল ফুটিয়ে দেয় 'প্রতিপক্ষ'।

Dhupguri: ধূপগুড়িতে হঠাৎই হুল-হামলা! জ্বালা-যন্ত্রণা নিয়ে রাস্তায় শুয়ে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ পোশাকে রাস্তায় পুলিশ!
আক্রান্তকে উদ্ধার করছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2024 | 5:47 PM
Share

ধূপগুড়ি: শহরে মৌমাছি-হামলা! অবাক হচ্ছেন? ঠিক তেমনটাই ঘটেছে ধূপগুড়িতে। হঠাৎ করেই সকাল বেলা বাজার এলাকায় ‘আক্রমণ’ ঝাঁকে ঝাঁকে মৌমাছির। মৌমাছির কামড়ে আক্রান্ত  বাজার করতে আসা, পথচলতি সাধারণ ৮জন। মৌমাছি ধরতে আসরে নামতে হয় পুলিশকেও। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায়। মৌমাছির আতঙ্কে কার্যত ঘরবন্দি এলাকার মানুষ।

বুধবার সকালবেলা আচমকাই এক ঝাঁক মৌমাছি ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায় ঢুকে পড়ে। বাজার এলাকায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়তে থাকে। অনেকে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। তাঁদের শরীরে হুল ফুটিয়ে দেয় ‘প্রতিপক্ষ’।

অনেকে কিছু বুঝে ওঠার আগেই মৌমাছির কামড় খেয়ে যান। সকাল থেকে বাজার এলাকায় ৮-১০জনকে এইভাবে মৌমাছি কামড়ায়। পরিস্থিতি সামাল দিয়ে খবর যায় থানায়। আসরে নামে পুলিশ। প্রথমে আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৌমাছির মোকাবিলা করতে ‘ব্যর্থ’ পুলিশ ডাকে দমকলকে।

পুলিশ আধিকারিকরা এবং দমকল কর্মীরা মৌমাছির কামড়ে অসুস্থদের উদ্ধার করে নিয়ে যান ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। দমকল আসলে মৌমাছির চাকটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সেই চাক ভাঙলেই সমস্যার সমাধান। তবে তার আগে পর্যন্ত মৌমাছি-সন্ত্রাসে ভীত এলাকাবাসী গৃহবন্দি!