Dooars: বড়দের সঙ্গেই ঘুরতে এসে পা হড়কে পড়ে যায় নালায়, উদ্ধারের সময়ে পায়ের চাপে মাটির ধসেই মৃত্যু খুদের…

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2022 | 1:32 PM

Dooars: বড়রা তখন নানাভাবে তাকে নালা থেকে তোলার চেষ্টা করছিল। কিন্তু পায়ের চাপে মাটি সরে যায়।

Dooars: বড়দের সঙ্গেই ঘুরতে এসে পা হড়কে পড়ে যায় নালায়, উদ্ধারের সময়ে পায়ের চাপে মাটির ধসেই মৃত্যু খুদের...
মাটি চাপা পড়ে মৃত্যু (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: দলের সঙ্গে জঙ্গল ঘুরতে গিয়েছিল সে। কিন্তু বড়দের থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল। দলে ফিরতে জোরে হাঁটা শুরু করতেই পা হড়কে কোনওভাবে পড়ে যায় নালায়। বড়রা তখন নানাভাবে তাকে নালা থেকে তোলার চেষ্টা করছিল। কিন্তু পায়ের চাপে মাটি সরে যায়। আর তাতেই মাটি চাপা পড়ে মৃত্যু! মর্মান্তিক একটা ঘটনা। সাতসকালে চা বাগানের নালার থেকে উদ্ধার হস্তিশাবকের দেহ। আর তার নেপথ্যে উঠে এলে মর্মান্তিক আরেক তথ্য। ঘটনাটি ডুয়ার্সের চামুর্চি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চুনাভাটি চা বাগানের।

বৃহস্পতিবার সকালে চা বাগানের নালা থেকে উদ্ধার হয় একটি হস্তি শাবকের দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগানে শ্রমিকরা যখন কাজ করতে গিয়েছিলেন, তখনই তাঁদের নজরে পড়েছিল বিষয়টা। বাগানের ৩৯ নং সেকশনে একটি নালার ধারের মাটিতে ধস নেমেছিল। নালায় উঁকি দিতে তাঁরা দেখেন ভিতরে একটি হস্তি শাবক পড়ে রয়েছে। দেহটিতে কোনও সার ছিল না।

এরপরই চা বাগানের শ্রমিকরা খবর দেন বন দফতরে। বনকর্মীরা গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পান। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন। বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকেও।

হস্তিশাবকের দেহ

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ২০-২৫ টি হাতির দল চুনাভাটি চা বাগান হয়ে ডায়নার জঙ্গলের দিকে ফিরছিল। বুধবার সন্ধ্যাতেও তাঁরা তাদের দেখেছিলেন। মনে করা হচ্ছে, এই শাবকটিও ওই দলে ছিল। কোনওভাবে হাতিটি চা বাগানে নালার মধ্যে আটকে যায়। বাকিরা হস্তিশাবকটিকে উদ্ধারের চেষ্টা করলে তাদের পায়ের চাপেই মাটি সরে যায়। সেই মাটি চাপা পড়ে মৃত্যু হয় হস্তিশাবকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে জঙ্গলে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন কর্মীরা।

Next Article