Elephant Attack: শুঁড়ে তুলেই সোজা আছাড় নিচে, দাঁতালের আক্রমণে মৃত্যু মহিলার

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2023 | 6:57 PM

Elephant Attack: জানা গিয়েছে, ওই মহিলা মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই হাতির সামনে পড়ে যায় তিনি।

Elephant Attack: শুঁড়ে তুলেই সোজা আছাড় নিচে, দাঁতালের আক্রমণে মৃত্যু মহিলার
হাতির আক্রমণে মৃত্যু মহিলার (নিজস্ব চিত্র)

Follow Us

ডুয়ার্স: জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম ফিরদৌসী বেগম। বয়স ৫২। বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা ইউনুসপাড়া এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ওই মহিলা মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই হাতির সামনে পড়ে যায় তিনি। হাতি সুরে তুলে আছাড় মেরে, পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে বন কর্মী ও পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে।

দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ দিকে, জঙ্গলের ভিতরে মহিলার মৃত্যু হওয়ায় বনদফতরের তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানা গিয়েছে। এদিন ঘটনার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বলেন, “দু’জন জঙ্গলে গিয়েছিল। সেই সময় ওদের হাতি দেখে নিয়েছে তারপর ওরা পালাতে যায়। তবে হাতি শুড়ে তুলে ফেলে দেয়।”

Next Article