Jalpaiguri: প্রাক্তন মন্ত্রী থেকে হেভিওয়েট সিপিএম নেতা, সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সবাই!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 4:15 PM

Cyber Crime: জলপাইগুড়িতে নেতামন্ত্রিদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগে তীব্র চাঞ্চল্য ।

Jalpaiguri: প্রাক্তন মন্ত্রী থেকে হেভিওয়েট সিপিএম নেতা, সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সবাই!
নেতামন্ত্রিদের নাম করে টাকা হাতানোর অভিযোগ। প্রতীকী চিত্র

Follow Us

জলপাইগুড়ি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Ex Minister) থেকে সিপিএম নেতা (CPIM Leader), সবাই নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক সাহায্য় চাইছেন! জলপাইগুড়িতে নেতামন্ত্রিদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগে তীব্র চাঞ্চল্য। সবাই দ্বারস্থ হয়েছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগে।

শাসকদলের নেতার পর বিরোধী দলের নেতার নামেও ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ। আর এভাবে একাধিক মানুষকে প্রতারণা করা হয়েছে। তৃণমূল নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর বন্ধুদের তালিকায় থাকা বিশিষ্ট ব্যক্তিত্বদের চিহ্নিত করে প্রতারকরা। তার পর তাঁদের মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। কেউ কেউ সত্যি প্রোফাইল ভেবে টাকাও দিয়েছেন বলে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। রীতিমতো চিন্তিত প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয় কৃষ্ণ বর্মণ। ইতিমধ্যে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই বিষয়ে একটি বার্তা দিয়েছেন বিনয়বাবু।

তবে শুধু যে শাসকদলের প্রাক্তন মন্ত্রী নেতা সাইবার ক্রাইমের শিকার এমনটা নয়। ধূপগুড়ির সিপিএম নেতা তথা প্রাক্তন শিক্ষক অলোক চক্রবর্তীর নামেও ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর থানায় অভিযোগ দায়ের করেছেন অলোকবাবু। ইতিমধ্য়ে সাইবার ক্রাইমের চাঁইদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধূপগুড়ির বাসিন্দা সিপিএম নেতা তথা প্রাক্তন শিক্ষক অলোক চক্রবর্তী শিলিগুড়িতে থাকাকালীন জানতে পারেন যে, তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রাক্তন ছাত্র ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন কারণে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি কয়েকজন ছাত্রছাত্রী মারফৎ জানতে পারেন অলোকবাবু। এর পর শিলিগুড়ি সাইক্রামে গিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে প্রাক্তন বন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয় কৃষ্ণ বর্মন বলেন, আমার শুভাকাঙ্ক্ষী একজন ফোন করে আমাকে জানান যে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানার পরেই তাদের থানায় অভিযোগ জানাতে বলি এবং আমি নিজেও পুলিশকে বলেছি গোটা বিষয় টি তদন্ত করে, কারা এই প্রতারক চক্র চালাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে এবং কড়া ব্যবস্থা নিতে।

আরও পড়ুন: Mamata Banerjee On New Year: ‘আশ্চর্য! নতুন বছর আমি কীভাবে আটকাব? নেগেটিভিটি ছড়াবেন না’

আরও পড়ুন: Howrah Municipal Election: হাইকোর্টে ভুল স্বীকার AG-র! হাওড়া-পুরভোট মামলায় নতুন বছরে পরবর্তী শুনানি 

আরও পড়ুন: CM Mamata Banerjee On Gangasagar: ‘গঙ্গাসাগর নিয়ে আপনার অত কৌতুহল কীসের? মেলা পাবলিক কা হ্যায়’, সাংবাদিকের ওপর চটলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Exclusive Omicron Report: এক সপ্তাহের মধ্যেই বাংলায় তৃতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজার! বিস্ফোরক তথ্য রাজ্যের কাছে

Next Article