জলপাইগুড়ি: চাষ করে আর বাড়ি ফেরা হল না। নিজের ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল কৃষকের (Farmer)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের শিকার পুর গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ায় থাকেন পেশায় কৃষক ভরনী রায়। রবিবার সকালে তাঁর নিজের ট্রাক্টর নিয়ে মান্তাদারি এলাকায় চাষের কাজে যান। চাষ করে বাড়ি ফেরার পথে একটি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। তাতেই সব শেষ। ট্রাক্টরটি উল্টে যায় নয়ানজুলিতে। তার নীচে চাপা পড়ে যান ভরনীবাবু।
সেই সময় তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কৃষকের। খবর যায় পুলিশে। পুলিশই শেষে ক্রেন নিয়ে ট্রাক্টরটি তোলে। উদ্ধার করা হয় মৃত কৃষকের দেহ। তারপরই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে ভরনীবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাড়ির রোজগেরে সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আইছামুল রহমান বলেন, “ওনার এখানেই জমি রয়েছে। ওখানেই চাষের কাজে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই ডাম্পারকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি পড়ে যায় বলে শুনি। চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে যাই। ওনাকে বাঁচানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টাও করি। কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। পরবর্তীতে জেসিবি এসে ট্রাক্টরটিকে সরিয়ে নিয়ে যায়। দেহাটাকেও বের করা হয়।”