Gautam Dev: ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, তাঁর হৃদয় কেউ রক্তাক্ত করবেন না…’ কেন এমন বললেন গৌতম?
Jalpaiguri: শনিবার আসন্ন পৌর নির্বাচনের কারণে প্রচারে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিন বিকেলে ময়নাগুড়িতে প্রচারে ঝড় তোলেন তিনি।
জলপাইগুড়ি: হাতে গোনা আর কয়েকদিন আর তারপরই ভোট ময়নাগুড়িতে। সেই কারণে দলের নিষ্কৃয় তৃণমূল কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন শিলিগুড়ির ভাবি মেয়র গৌতম দেব। বললেন, “আমরা সবাই মমতা ব্যানার্জীর দল করি। আর দল থাকলে আমরা থাকবো। এখন নির্বাচন এসেছে। নির্বাচন যুদ্ধের মতো। এই যুদ্ধ মমতা ব্যানার্জীর যুদ্ধ। আর মমতা ব্যানার্জী আমাদের মা। তাই মায়ের বুকে কেউ ছুড়ি মেরে কেউ রক্তাক্ত করবেন না। আমি আবেদন করছি মান অভিমান ভুলে আপনারা কাজে নামুন।”
শনিবার আসন্ন পৌর নির্বাচনের কারণে প্রচারে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিন বিকেলে ময়নাগুড়িতে প্রচারে ঝড় তোলেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ডের পথসভায়তেও যোগ দেন তিনি।এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, “ময়নাগুড়িতে আগামী দিনে পরিষেবা দিতে কিছু কর্মী নিয়োগ হবে। পানীয় জল, পথ বাতি, রাস্তা, ড্রেন সহ বিভিন্ন সমস্যা নিয়ে সুন্দর পরিকল্পনা করে কাজ করা হবে।” নিষ্ক্রিয় কর্মী প্রসঙ্গে তিনি বলেন, “কে প্রার্থী হয়েছে আর কে হতে পারেননি তা আমি জানিনা। কিন্তু দল যাকে প্রতীক দিয়েছে তিনি দলীয় প্রার্থী। আর নির্বাচন অনেকটা যুদ্ধের মতো। তাই কোনও নির্বাচনকে ছোট করে দেখা উচিৎ নয়। এই যুদ্ধ মমতা ব্যানার্জীর যুদ্ধ। আর মমতা ব্যানার্জী আমাদের মা। তাই মায়ের হৃদয়ে কেউ ছুড়ি মেরে রক্তাক্ত করবেন না। সকলে মান অভিমান ভুলে কাজে নামুন।”
বস্তুত, প্রার্থী তালিকা বেরোনোর পর ময়নাগুড়ির বেশ কিছু ওয়ার্ডের প্রার্থী দলীয় কর্মীদের পছন্দ হয়নি। তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষোভ চরমে ওঠে। সেই ক্ষোভ সামাল দিতে না পেরে নির্বাচন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন স্বয়ং ময়নাগুড়ি প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী। পরে বিষয়টি নিয়ে ধামাচাপা দিলেও দ্বন্দ্ব রয়ে গিয়েছে দলের ভিতরে। এবার নির্বাচনের সাতদিন আগেও বিভিন্ন ওয়ার্ডে নিষ্কৃয় রয়েছেন কর্মীদের একাঁস। ফলত সেই মান অভিমান মেটাতে গৌতম দেব এমন মন্তব্য করলেন বলে ধারণা রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: Dilip Ghosh: দিলীপের গাড়ি দেখে উড়ল কালো সোয়েটার, বিজেপি নেতার দাবি, মুখ কালো হলেই এইসব করে