Jalpaiguri Monkey: বানরের পিঠ চুলকে দিচ্ছেন স্বয়ং পুলিশ আধিকারিক, কেন জানেন?
Jalpaiguri: বানর দেখতে যখন জলপাইগুড়ি জেলার ওই ক্লাবের কাছে ভিড় জমান এলাকাবাসী।
জলপাইগুড়ি: রবিবার হঠাৎ একটি ক্লাবে ঢুকে পড়ে বাঁদর। সেই সময় ক্লাবে বসে আড্ডা মারছিল সদস্যরা। তারপরই শুরু হয় তার দাপাদাপি। বানরটিকে দেখতে পেয়ে দাঁড়িয়েও পড়ে পথ চলতি মানুষ। শুধু তাই নয়, খবর চাউর হতেই সেখানে এসে উপস্থিত হন এক পুলিশ আধিকারিক। বানরের পিঠ চুলকে দিয়ে পুলিশ আধিকারিক বললেন, ‘এই বানরটি আর যাই হোক বাঁদর নয়।’
বানর দেখতে যখন জলপাইগুড়ি জেলার ওই ক্লাবের কাছে ভিড় জমান স্থানীয় এলাকাবাসী। তখন সে ধীরে-ধীরে অত মানুষকে দেখে এক ক্লাব সদস্যের ঘাড়ে উঠতে শুরু করে। শুধু তাই নয় মাথাও চুলকে দেয় তার। খানিকক্ষণ এদিক-ওদিক ঘোরার পর সোজা লাফিয়ে উঠে পড়ে পুলিশ আধিকারিকের ঘাড়ে। এইভাবে দীর্ঘক্ষণ খেলতে থাকে তার সঙ্গে। সেই দৃশ্য দেখে রীতিমত মজা নিতে থাকেন স্থানীয় মানুষজন। এরপর একসময় দেখা যায় পুলিশ আধিকারিক বানরটির পিঠ চুলকে দিচ্ছে। আর বানরটি চুপ করে বসে আরাম নিচ্ছে।
পুলিশ আধিকারিক প্রভাস ঠাকুর বলেন, “আমার মনে হচ্ছে এটি কারোর বাড়িতে ছিল। বনদফতরের ভয়ে তারা হয়তো ছেড়ে দিয়ে গিয়েছে। বানরটির স্বভাব খুব ভালো। কাউকে কামড় বা আঁচড় দেয়নি। আমরা এখন এর দেখভাল করে রাখছি। পরে বনদফতরকে খবর দেওয়া হবে। তারা নিয়ে গিয়ে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেবে।”
আরও পড়ুন: Gautam Dev: ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, তাঁর হৃদয় কেউ রক্তাক্ত করবেন না…’ কেন এমন বললেন গৌতম?