জলপাইগুড়ি: ২০১১ সালে রাজ্যে পালা বদলের পর স্কুল ছুটদের স্কুলমুখি করতে একাধিক স্কুল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলিকে সচল রাখতে জারি হয়েছিল একাধিক নির্দেশিকা। সেই জায়গায় দাঁড়িয়ে কোটি টাকা ব্যয় সরকারি ভাবে নির্মাণ করা ইংরেজি মাধ্যম স্কুল আজও চালু হয়নি। যার জেরে রীতিমত প্রশ্নের মুখে শিক্ষা দফতরের ভূমিকা। ক্ষুদ্ধ এলাকাবাসীও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে রাজ্যে চল্লিশটি ইংরেজি মাধ্যম স্কুল খোলার নির্দেশ দেন। সেই প্রতিষ্ঠানগুলিতে যাতে অসহায় পড়ুয়ারা পড়াশোনা করতে পারে সেই খেয়াল রাখতে বলেন তিনি। কারণ অধিকাংশ সময় গরিব ঘরের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা লাভের জন্যে অর্থের অভাবে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পান না ইচ্ছে থাকলেও। তাই তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই অভিনব উদ্যোগ নিয়ে ছিলেন। সেই মতন কোটি টাকা ব্যয় করে স্কুলও তৈরি হয়। কিন্তু অজানা কোনও এক কারণে সেই স্কুলগুলি আজও চালু হয়নি। যার ফলে কংক্রিটের ঘর বর্তমানে ঝোপ-জঙ্গলে পরিণত হয়েছে।
জলপাইগুড়ি জেলার গয়েরকাটা থেকে প্রায় চার কিলোমিটার দূরে তেলিপাড়া যাকে ঘিরে রয়েছে চা বাগান। যেখানে আদিবাসী, নেপালি, বাঙালি, রাজবংশী, ক্ষত্রিয় সহ বিভিন্ন জনজাতির মানুষের বসবাস।এই বিন্নাগুরি এলাকায় রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, সেখানে পড়তে গেলে মোটা অংকের ডোনেশনের প্রয়োজন। তাই ইচ্ছে থাকলেও তাঁরা ছেলে, মেয়েদের পড়াতে পারেন না। তাঁদের কথা ভেবে ওই এলাকায় রাজ্য সরকার ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণ করেন। যার নাম দেওয়া হয় বি আর আম্বেদকর রেসিডেন্স হাই স্কুল। বিদ্যালয় চত্ত্বরে রয়েছে ক্যান্টিন। অথচ সেই স্কুল সম্পর্কে জানেন না খোদ স্কুল পরিদর্শক।
স্থানীয়রা চাইছেন, দ্রুত স্কুল চালু করার ব্যবস্থা করুক সরকার। তাহলে এলাকার অনেক গরীব অসহায় ছাত্রছাত্রীরা সেই স্কুলে পঠন-পাঠনের সুযোগ-সুবিধা পাবে।
এলাকার স্থানীয় বাসিন্দা কৌশিক গুণের কথায়, “২০১৩ সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই চল্লিশটি ইংরেজি সরকারি মাধ্যমিক স্কুল নির্মাণের নির্দেশ দেন তার মধ্যে এলাকার এই স্কুলটি রয়েছে। সেই সময় থেকেই স্কুলটির কাজ শুরু হয়। বর্তমানে কাজ সম্পূর্ণ হয়ে গেলও স্কুল চালু হয়নি। তাই আমরা চাই দ্রুত স্কুলটি চালু করার ব্যাপারে উদ্যোগ নিক প্রশাসন। ”
ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সীমা চৌধুরী বলেন, “আমি শুনেছি বি আর আম্বেদকর নামে একটিইংরেজি মাধ্যম স্কুল তেলিপাড়া এলাকায় হয়েছে। তবে ঠিক কী কারণে চালু হচ্ছে না সেই বিষয়ে বলতে পারব না। ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।”
ধূপগুরি ওয়েস্ট সার্কেল বিদ্যালয় পরিদর্শক রাজদীপ সরকারের কথায়, “স্কুলটি সম্পর্কে আমি কিছুই জানিনা। আমি নতুন এসেছি, আপনাদের কাছ থেকে প্রথম জানতে পারলাম ওখানে ইংরেজি মাধ্যম সরকারি স্কুল তৈরি হয়েছে।”
আরও পড়ুন: Pneumococcal Vaccine: রাজ্যে শিশুদের টিকাকরণে সুখবর, আজ থেকে বিনামূল্যে নিউমোকক্কাল ভ্যাকসিন