ধূপগুড়ি: কয়েকদিন আগে গৃহস্থের রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র। রাখিবন্ধনে এটা বোনেদের জন্য নরেন্দ্র মোদীর উপহার বলে কেন্দ্রীয় মন্ত্রীরা মন্তব্য করেছেন। পাল্টা খোঁচা দিয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, ইন্ডিয়া জোটের দম দেখেই গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গ্যাসের দাম কমে হবে ৫০০ টাকা। অভিষেকের এই মন্তব্য নিয়ে খোঁচা দিল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, আগে রাজ্যে বেকারদের চাকরি দিয়ে দেখান উনি।
উপনির্বাচনের প্রচারে শনিবার ধূপগুড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাঁকে। গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, “গণতন্ত্রে মানুষের থেকে ক্ষমতাশালী কেউ নয়। একুশের নির্বাচনে বাংলায় তৃণমূল জিতেছিল, বিজেপি হেরেছিল। তারপরই পেট্রোল, ডিজেলের দাম কমেছিল। আর বিজেপি জিতলে কী হবে? এই যে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। চব্বিশের নির্বাচনে এরা জিতলে রান্নার গ্যাস ৩০০০ টাকা হবে। আর ইন্ডিয়া জোট জিতলে কী হবে? রান্নার গ্যাসের দাম ৫০০ টাকায় এসে নামবে। এটা আমাদের প্রতিশ্রুতি। কথা দিলে কথা রাখি।”
অভিষেকের এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই কথাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি আগে বিদ্যুতের বিল কমান। উনি আগে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। গ্যাসের দাম ৫০০ টাকা করার আগে বকেয়া ডিএ মিটিয়ে তারপর এই কথা বলুন।”
গ্যাসের দাম নিয়ে অনেকদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম কমানোর দাবিতে রাস্তায় নামতেও দেখা গিয়েছে তাদের। লোকসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তার আগে গ্যাসের দামবৃদ্ধিকে যে তারা ইস্যু করবে, এদিন কার্যত তা স্পষ্ট করে দিলেন অভিষেক। পদ্মশিবিরের অবশ্য বক্তব্য, কেন্দ্র বরাবর সাধারণ মানুষের কথা ভাবে। সেজন্যই গ্যাসের দাম ২০০ টাকা কমানো হয়েছে।