Abhishek Banerjee: ‘৩ মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে’, ঘোষণা অভিষেকের, সরব বাম-বিজেপি

Rony Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 03, 2023 | 1:12 AM

Abhishek Banerjee: ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবি অনেকদিনের। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ও এই দাবি উঠেছিল।

Abhishek Banerjee: ৩ মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, ঘোষণা অভিষেকের, সরব বাম-বিজেপি
ধূপগুড়িতে অভিষেক
Image Credit source: Facebook

Follow Us

ধূপগুড়ি: মাঝে আর ২ দিন। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। শেষ বেলার প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। শনিবার ধূপগুড়িতে প্রচারে গিয়ে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। আদর্শ আচরণবিধি লাগু থাকা অবস্থায় ভোট প্রচারে গিয়ে এমন ঘোষণা করা যায় কি না, সেই প্রশ্ন তুলল বাম-বিজেপি।

এদিন ধূপগুড়িতে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। আমি কথা দিয়ে গেলাম। ৩ মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়-দায়িত্ব এই সভা থেকে আমি কাঁধে তুলে নিলাম।” অভিষেকের ঘোষণায় হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবি অনেকদিনের। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ও এই দাবি উঠেছিল। এবার উপনির্বাচনের প্রাক্কালেও একই দাবিতে সরব হয়েছে একাধিক সংগঠন। তবে ভোটের প্রচারে গিয়ে অভিষেকের এই ঘোষণা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

অভিষেকের এই ঘোষণা নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “উনি একজন সাংসদ। মন্ত্রীও নন, মুখ্যমন্ত্রীও নন। উনি ভোট প্রচারে এসে ঘোষণা করলেন, ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। এটা মুখ্যমন্ত্রীর কাজ। এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছাড়া মুখ্যমন্ত্রীও এই ঘোষণা করতে পারেন না। এটা কি সাংসদের কাজ নাকি? এটা বেআইনি। আর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর এটা ঘোষণা করা যায় না। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। মুখ্যমন্ত্রীও ২ বছর আগে ঘোষণা করেছিলেন। কিন্তু, কিছু হয়নি।”

বামেদের মতো অভিষেকের মন্তব্যের সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আড়াই বছর আগে মুখ্যমন্ত্রীও এটা ঘোষণা করেছিলেন। কিন্তু, তিনি তা করেননি। এখন ভাইপো ঘোষণা করছেন। ধূপগুড়িতে কী হতে চলেছে, তা আঁচ পেয়ে এমন ঘোষণা করছেন। কিন্তু, তিনি সরকারের কে? আর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর কোনও নেতা এই ঘোষণা করতে পারেন না।”

Next Article