জলপাইগুড়ি: দেখে ডোবা মনে হলেও এটি ডোবা নয়। এটা হল জনবহুল এলাকার একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা। অল্প বৃষ্টিতেই জল জমে ডোবার আকার ধারণ করেছে। উঠে গিয়েছে পিচের চাদর। ভোগান্তি বেড়েছে হাজার-হাজার গ্রামবাসীর।
রাস্তার এই চিত্র দেখেই রাস্তাটির বেহাল দশা সম্পর্কে ধারণা করাই যায়। মেটেলি ব্লকের পর্যটনকেন্দ্র জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার থেকে দক্ষিণ ধুপঝোরার কায়েতপাড়া মোড় পর্যন্ত জেলা পরিষদের রাস্তার বেহাল দশা। উঠে গিয়েছে রাস্তার পিচের চাদর। তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তাটি দিয়ে রোজ বহু স্কুল,কলেজ পড়ুয়ারা সহ হাজার হাজার গ্রামবাসী, পর্যটকেরা যাতায়াত করে। বহু পর্যটকের গাড়িও ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। মাঝেমধ্যে ছোটখাট দুর্ঘটনা ঘটে যায় এই রাস্তায় বেহাল দশার ফলে।
প্রায় বছর খানেক আগে রাস্তাটি সংস্কার করা হলেও বর্তমানে সেটির বেহাল দশা বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তার বেহাল দশায় এর আগে দক্ষিণ ধুপঝোরা কিছু গ্রামবাসী রাস্তার গর্তে ধানের চারা রোপন করে বিক্ষোভও দেখান। বাতাবাড়ি ফার্ম বাজারে রাস্তা খারাপ হওয়ার ফলে এই এলাকার স্কুলপড়ুয়া যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন তেমনি এই গ্রামের বাসিন্দাদের রোগী নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার ওপরে পিচ নেই বললেই চলে। কাঁটা পাথর গগন মুখী হয়ে আছে। রাস্তার মাঝে বড়োগর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তে জল জমে ডোবার আকার নিচ্ছে। ফলে ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে সকলেরেই সমস্যা হচ্ছে।
কয়েকজন বাসিন্দা বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটি। কিন্তু বর্তমানে রাস্তার যা অবস্থা তাতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। রাস্তার উপর জল জমে থাকার ফলে সকলেরেই যাতায়াতের খুবেই সমস্যা হচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়াদের।’