Jalpaiguri: ‘কুল গাছের নীচে দেখা করুন…’, চুরি করবার পর বাড়ির মালিককে চিঠি পাঠাল চোর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2022 | 8:17 AM

Jalpaiguri: গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া, ওয়াকার গঞ্জ, টোপামারি প্রভৃতি এলাকার কয়েকটি বাড়িতে কয়েকদিন ধরে চুরি হয়ে যাচ্ছিল।

Jalpaiguri: কুল গাছের নীচে দেখা করুন..., চুরি করবার পর বাড়ির মালিককে চিঠি পাঠাল চোর
চোরের লেখা চিঠি

Follow Us

জলপাইগুড়ি: এক সময় চিঠি পাঠিয়ে ডাকাতি করত ডাকাতের দল। এই নিয়ে গ্রাম বাংলায় বহু গল্প প্রচলিতও রয়েছে। তবে এই প্রযুক্তির যুগে পুরনো পদ্ধতি অবলম্বন করে একের পর এক চুরি! ঘটনা সামনে আসতেই তদন্তে নামে পুলিশ। এরপর সূত্র ধরে এক দাগী চোরকে পাকড়াও করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া, ওয়াকার গঞ্জ, টোপামারি প্রভৃতি এলাকার কয়েকটি বাড়িতে কয়েকদিন ধরে চুরি হয়ে যাচ্ছিল। প্রতিটি বাড়ি থেকে টাকা কিংবা সোনাদানা সহ অন্যান্য জিনিস তেমন ভাবে চুরি না হলেও চুরি হয় বাড়ির দলিল, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, প্যানকার্ড, আধার কার্ড সহ অন্যান্য মূল্যবান ডকুমেন্টস।

অদ্ভুত ভাবে চুরির পরদিন ওই বাড়ি গুলিতে একটি করে চিঠি আসতে থাকে। খামে ভরা সেই চিঠিতে কাউকে ১ লক্ষ কাউকে ২ লক্ষ টাকা দাবি করে চিঠি পাঠায় চোর। চিঠিতে চোর লেখে ‘আপনার হারিয়ে যাওয়া ডকুমেন্টস ফেরত পেতে চাইলে স্পোর্টস কমপ্লেক্সের কাছে যেই নতুন ব্রিজ আছে সেখানে একটি কুল গাছ রয়েছে। সেখানে একটি ব্যাগে আপনার ডকুমেন্টস রাখা আছে। আপনি টাকা নিয়ে চলে আসুন। কোনও রকম চালাকি করলে ঝামেলায় পড়বেন।’

চিঠি পাওয়ার পর বাড়ির লোকেরা কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিনব চুরির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। এরপর তদন্তভার বর্তায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের উপর। দায়িত্ব পেয়ে টিম গটন করে তদন্তে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার টাউন বাবু অরিজিৎ কুণ্ডু। এরপর সূত্র ধরে চোরকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশের দল।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার টাউন বাবু অরিজিৎ কুণ্ডু বলেন, ‘তদন্তে নেমে আমরা জানতে পারি নির্দিষ্ট একজন টোটো চালকের মাধ্যমে প্রতিটি বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। প্রথমে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে চোরের নাম জানতে পারি। এরপর আমরা অভিযান চালিয়ে সুদীপ রায় নামে যুবককে গ্রেফতার করি।  তাকে জেরা করলে সব স্বীকার করে সুদীপ। খুব প্ল্যান মাফিক ঠান্ডা মাথায় এই কাজ করেছে।’

ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, ‘সুদীপ রায় একজন দাগী চোর। তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। সম্প্রতি এই অভিনব কায়দায় চুরি করা শুরু করেছিল। আমাদের দল তাকে গ্রেফতার করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি।’

Next Article