জলপাইগুড়ি: ব্যাগ বোঝাই করে আবাস যোজনার আবেদন পত্র ড্রপ বক্সে জমা দিলেন গ্রামের মানুষজন। এদিন তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা (BJP Worker)। মঙ্গলবার দুপুরে গ্রামের মানুষদের নিয়ে জলপাইগুড়ি (Jalpaiguri) বিডিও (BDO) অফিসে আসেন বিজেপি নেতা কর্মীরা। এদিন তারা অযোগ্যদের নাম বাতিল করার তালিকা এবং যোগ্যদের আবেদন পত্র ড্রপ বক্সে জমা দেওয়ার পাশাপাশি বিডিওর হাতে একটি তালিকা তুলে দিলেন।
জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর, বেলাকোবা, বারোপেটিয়া ৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১ হাজার ২০০ নতুন আবেদন পত্র এবং প্রায় ৩৫০ জন অযোগ্যদের নামের তালিকা বিডিওর হাতে তুলে দেওয়া হয়।
অপরদিকে, জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের ডাঙা পাড়া গ্রামের বাসিন্দারা আবাস যোজনায় দুর্নীতি মুক্ত সার্ভে চেয়ে জোট বাধে। এমনকী বিক্ষোভ দেখাতেও শুরু করেন। কাগজের উপর আলতা দিয়ে নিজেদের হাতে দাবি লিখে মঙ্গলবার বেলাকোবা অঞ্চলের ডাঙা পাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এ দিনের বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের ডাঙা পাড়া গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য, কিন্তু লিস্টে নাম নেই এবং নাম আসার পরেও বাতিল হয়ে যাওয়া অসহায় পরিবারের সদস্যরা।
গ্রামবাসীদের অভিযোগ, “প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার নামের লিস্টে নাম রয়েছে একাংশ ধনী ব্যক্তিদের। আমাদের এই এলাকার মধ্যে যতজন দুঃস্থ পরিবারেরা রয়েছি তাদের মধ্যে আমাদের কারোর নাম নেই। আমরা প্রকৃত গরিব। যাদের বাড়িতে একটি টিনের চাল পর্যন্ত নেই তাদের নাম লিস্টে নেই। আর যাদের পাকা বাড়ি আছে তাদের নাম রয়েছে তালিকায়। তাই ত্রুটি মুক্ত তালিকার দাবিতে আমাদের এই আন্দোলন।