জলপাইগুড়ি: সীমান্তে কাঁটা তারের বেড়া লাগানো নিয়ে কম অশান্তি হচ্ছে না। বারবার বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। মালদহ-মুর্শিদাবাদ সব জায়গার ছবিটা প্রায় একই। এবার জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লকের এলাকাবাসী বুঝিয়ে দিলেন তাঁরা এক অংশও জমি ছাড়বেন না।
গ্রামবাসী আজিমুদ্দিন বলেন, “পঞ্চগড় থেকে রাতে আসে ওরা। বেড়া টপকে ঢুকে যায়। চুরি করে নিয়ে যায়। কাঁটাতার দিয়ে ঘিরে দিলে ভাল হয়। একটুকু মাটিও ওদের ছাড়ব না।” বাবুল হোসেন বলেন, “আমাদের কাঁটাতারের বেড়া লাগবেই। এতে সুবিধা হয়।”
বস্তুত, জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় ৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা রয়েছে অরক্ষিত। এর মধ্যে নদীও আছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকাগুলিকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ। গত ডিসেম্বর মাসে পাচারকারী ও বিএসএফ-এর মধ্যে সংঘর্ষ হয়। গতকাল বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশি গ্রেফতার হয়। সীমান্ত রক্ষা, অপরাধ ও ভারতীয়দের সম্পত্তি রক্ষা করতে এলাকায় সজাগ রয়েছে বিএসএফ।
এলাকাবাসী সূত্রে খবর, এতদিন জমি জট থাকায় এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। সম্প্রতি, জেলা প্রশাসন ও এর যৌথ উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে একের পর এক বৈঠকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটতে চলেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় আরও ক্যাম্প বানানোর উদ্যোগ নিয়েছে BSF।