জলপাইগুড়ি: সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে। সকাল সাতটা নাগাদ পাশের মরাঘাট জঙ্গল থেকে প্রায় ১৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে চা বাগানের ২৫ নম্বর সেকশনে। মঙ্গলবার সকালবেলা বাগানে কাজে যোগ দিতে যাওয়ার সময় হাতের দলটিকে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলেও দাবি। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের।
বনকর্মীরা আসতে দেরি করায় বাগান শ্রমিকরা নিজেরাই পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। উল্লেখ্য,যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকরা হাতি তাড়াতে যাচ্ছেন তাতে বড় বিপদ ঘটতে পারে। এর আগেও ডুয়ার্সের হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় আহত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল।
এইভাবে লোকালয়ের মধ্যে হাতি চলে আসার ঘটনা নিত্য ঘটতে থাকে। তাতে চরম আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা। চা বাগানের বাসিন্দাদের বাড়িঘরও ভেঙে দেওয়ার উদাহরণ রয়েছে। এই পরিস্থিতিতে বনকর্মীদের আরও তৎপর হওয়ার আবেদন জানাচ্ছেন তাঁরা।