Jalpaiguri: ফ্ল্যাটের নীচে থেকে উদ্ধার তৃণমূল শিক্ষক নেতার রক্তাক্ত দেহ

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2023 | 12:07 PM

Jalpaiguri: গুঞ্জনকে তিনি সকালে ফ্ল্যাটেরই ছাদে ঘোরাঘুরি করতে দেখেছিলেন সকালে। তার কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের নীচ থেকে দেহ উদ্ধার হয়। রাস্তার ওপর উপুড় হয়ে পড়েছিল তাঁর দেহ। মাথা মুখ থেঁতলে গিয়েছিল। মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল।

Jalpaiguri: ফ্ল্যাটের নীচে থেকে উদ্ধার তৃণমূল শিক্ষক নেতার রক্তাক্ত দেহ
শিক্ষকনেতার রহস্যমৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ফ্ল্যাটের নীচে রাস্তার ওপর তৃণমূলের শিক্ষক নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। পুলিশ জানিয়েছে, মৃত শিক্ষকের নাম গুঞ্জন সরকার (৪৭)। তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক আদতে কোচবিহারের বাসিন্দা। তিনি পরিবারকে নিয়ে জলপাইগুড়িতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।  সুহৃদ লেন এলাকার সেই ফ্ল্যাটের নীচ থেকে সোমবার সকালে শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, গুঞ্জনকে তিনি সকালে ফ্ল্যাটেরই ছাদে ঘোরাঘুরি করতে দেখেছিলেন সকালে। তার কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের নীচ থেকে দেহ উদ্ধার হয়। রাস্তার ওপর উপুড় হয়ে পড়েছিল তাঁর দেহ। মাথা মুখ থেঁতলে গিয়েছিল। মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল।  ফ্ল্যাটের ছাঁদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে কেন তিনি একাজ করলেন, তার কারণ এখনও স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ  তদন্তের দাবি জানিয়েছেন তাঁর দাদা সঞ্জয় সরকার।  পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। তবে নিয়োগ দুর্নীতির মাঝে এভাবে এক শাসকদলের শিক্ষক নেতার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। ওই শিক্ষকের স্কুলেও খোঁজ খবর করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Next Article